শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ১০:২০ অপরাহ্ন
বিডি সিলেট নিউজ ডটকম:: সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খাঁন বলেছেন, দেশের উন্নয়নের প্রধান হাতিয়ার হচ্ছে এদেশের মেহনতি শ্রমিকগণ। শ্রমিকদের জীবন মান উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠায় শ্রমিকদের অবদান অনস্বীকার্য। শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। জননেত্রী শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশের নেত্রী নয়, তিনি এখন বিশ্ব নেত্রীতে পরিণত হয়েছেন।
সোমবার বেলা ১১টায় সিলেট জেলা শ্রমিক লীগের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এ কথা গুলো বলেন। সিলেট জেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতারা।
জাতীয় শ্রমিকলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সিলেট জেলা শ্রমিক লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
আন্দোলন, সংগ্রাম ও সফলতার ৫১ বছর পূর্তি উপলক্ষে সিলেট জেলা শ্রমিক লীগের সকল ওয়ার্ড, বেসিক সংগঠন, মহিলা শ্রমিক লীগ সহ সর্বস্থরের নেতাকর্মীর স্বতস্ফূর্ত অংশ গ্রহণের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।