বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০১:৪৪ পূর্বাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে ভারতীয় মাদক ও চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে সুনামগঞ্জ গোয়েন্দা পুলিশ। বুধবার জেলার সদর উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গোয়েন্দা পুলিশ জানায়, সুনামগঞ্জ সদর মডেল থানাধীন গৌরারং ইউনিয়নের সুনামগঞ্জ টু সাচনা রোডের জগাইরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন তাওহীদ স্টোরের সামনে এসআই (নিঃ)এস.এম ওয়াসিমুল ইসলাম, এএসআই মোজাম্মেল হক, কনেষ্টবল আদিলুর রহমান গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে সদর উপজেলা গৌরারং ইউনিয়নের প্রফুল্ল কুমার দাসের ছেলে পিযুষ কান্তি দাস (৪০) কে AC BLACK. 375 ML ২০ (বিশ)বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি(ফোরস্ট্রোক)গাড়িসহ তাকে আটক করে।
অপর দিকে, সুনামগঞ্জ সদর থানাধীন বিশ্বম্ভরপুর টু সুনামগঞ্জ সদরগামী সুনামগঞ্জ সদর থানাধীন আম্বর পয়েন্টের সামনে পাকা রাস্তার উপর এসআই(নিঃ) পলাশ চৌধুরী দিপন,এএসআই মোজাম্মেল হক,কনেষ্টবল আদিল মাহমুদ অভিযান পরিচালনা করে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের ছাতারকুনা গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ পাভেল মিয়া(১৯)কে ৫০ কেজির ৩০ বস্তা ভারতীয় চোরাই চিনি এবং চিনি বহনকারী ১টি ডিআই পিকআপ সহ তাকে আতিক করেন।
জেলা গোয়েন্দা পুলিশ অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। চোরাচালান প্রতিরোধ আমাদের অভিযান অব্যাহত রয়েছে।