শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৫ অপরাহ্ন
বিডি সিলেট ডেস্ক:: সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরীর মাতা বেগম রোকেয়া হেনা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ক্লাব সভাপতি মুহিত চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ এক শোক বার্তায়, মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, গত রোববার (১০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার সময় নগরীর হাউজিং স্টেট আবাসিক এলাকার নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।