বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৩:১৯ পূর্বাহ্ন

শিরোনাম ::
সিলেটে যুব মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত ও জেলা শাখা পুনর্গঠন বড়লেখায় নিসচার উদ্যোগে সড়কে শৃঙ্খলা ফেরাতে সচেতনতামূলক ক্যাম্পেইন সিলেটে বর্ণিল আয়োজনে দৈনিক আমাদের সময়ের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সিলেটে কাল শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ সংলাপ শেখ হাসিনার বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিবে যুবলীগ : ভিপি শামীম খালেদা জিয়ার সুস্থতা ও জিকে গউছ এর মুক্তি কামনায় দরগাহ দোয়া মাহফিল জৈন্তাপুরে ‘মোটরসাইকেলসহ চুর’ গ্রেফতার ১ প্রেমিককে ভিডিও কলে রেখে কলেজছাত্রীর আত্মহত্যা সিলেটে ক্রাশার মেশিন থেকে পাথর ছিটকে পড়ে শ্রমিক নিহত শিশু ও কিশোর-কিশোরীদের খেলাধুলা পরিদর্শনে কানাডার হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারী ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান করুন: সংগ্রাম পরিষদ ছাতকে পৃথক অভিযানে আড়াই কোটি টাকার চালান জব্দ, গ্রেফতার ১৫ ভূমিকম্প নিয়ে আতংক নয় সচেতন হতে হবে: বিভাগীয় কমিশনার সিলেটে ফুটবল খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে শি শু র মৃ ত্যু যেকোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত রাখতে হবে: প্রধানমন্ত্রী




এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: লোকমান উদ্দিন চৌধুরী

Screenshot 20230912 185205 Gmail - BD Sylhet News




বিডি সিলেট ডেস্ক:: জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী বলেছেন, ‘এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বর্তমান সরকারের আমলে এলাকার রাস্তাঘাট, স্কুল-মাদ্রাসা, মসজিদ-মন্দির ও গোরস্থানসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। এই চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে সবাইকে মিলেমিশে পরিকল্পিতভাবে এগিয়ে যেতে হবে। রাস্তাঘাট উন্নয়নের ফলে এলাকার মানুষের শিক্ষার উন্নয়ন হয়। শেখ হাসিনার অঙ্গীকার গ্রামীণ উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি স্মাট বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে।

তিনি জকিগঞ্জের কামালপুরে ৩নং কাজলসার ইউনিয়নকে একটি আধুনিক এলাকায় রূপ দেয়ার লক্ষ্যে দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানান।

তিনি গতকাল সোমবার বিকেলে জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন-এর ৭নং ওয়ার্ডের কামালপুর গোরস্থান উন্নয়ন কমিটি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সাবেক ইউপি চেয়ারম্যান জহুরুল হক খসরু’র সভাপতিত্বে ও সাংবাদিক রহমত আলী হেলালী’র পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদ-এর প্যানেল চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্জ মস্তাক আহমদ পলাশ ।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদ-এর ১৩নং ওয়ার্ডের সদস্য ইফজাল আহমদ চৌধুরী, ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদ-এর চেয়ারম্যান মোঃ আশরাফুল আম্বিয়া, কানাইঘাটের ৩নং দিঘিরপার প‚র্ব ইউনিয়ন পরিষদ-এর একাধিক বারের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী,সিলেট জেলা পরিষদ-এর সহকারী প্রকৌশলী মোঃ মাসুদ আলম চৌধুরী।

এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য ফারুক আহমদ ফুরুক, বিশিষ্ট আলেম মাওলানা আব্দুর রহিম কামালী, প্রধান শিক্ষক মামুনুর রশীদ স্বপন ও কামালপুর গোরস্থান উন্নয়ন কমিটির সভাপতি রশীদ আহমদ হানিফ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন হাফিজ সুমেল আহমদ।

প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা পরিষদ-এর প্যানেল চেয়ারম্যান আলহাজ্জ মস্তাক আহমদ পলাশ বলেন, আমি বিগত জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার পর এই এলাকায় এসে একটি বিশাল গোরস্থান দেখে প্রতিজ্ঞা করেছিলাম কিছু একটা করার। সেই প্রতিজ্ঞা প‚রণে আমাকে প্রায় এক বছর অপেক্ষা করতে হয়েছে। এখন আমি এই গোরস্থানের উন্নয়নের জন্য স্থানীয় এমপি হাফিজ আহমদ মজুমদারের সুপারিশের ভিত্তিতে মন্ত্রণালয় থেকে ৫ লক্ষ টাকার বরাদ্ধ অনুমোদন করেছি। ইনশাআল্লাহ, শীঘ্রই এলাকাবাসীর মতামতের ভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন করা হবে।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৩
Design & Developed BY Cloud Service BD