বুধবার, ০৩ মার্চ ২০২১, ১১:১৭ অপরাহ্ন
বিডি সিলেট নিউজ ডেস্ক:;চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ঈদগাঁও ইসলামাবাদ ওয়াহেদর পাড়া হাসের দিঘীর সামনে নীলাচল পরিবহন নামের একটি বাস বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই ঘটনায় ১০ জন গুরুতর আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাসটি নোয়াখালী থেকে কক্সবাজার আসছিল।আজ রবিবার ভোর ৬ টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাচ্ছে ঈদগাঁও তদন্ত কেন্দ্রর পুলিশ ও স্থানীয় লোকজন। আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।