বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০২:২৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক::সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের সাবেক জননন্দিত চেয়ারম্যান, সদর উপজেলার বিশিষ্ট সালিশ বিচারক সিরাজুল ইসলাম চেয়ারম্যান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে অসুস্থ রয়েছেন।সম্প্রতি সেই অসুস্থতা অতিরিক্ত হলে তার পরিবার সিলেট একটি হসপিটালে ভর্তি করেন।চিকিৎসা শেষে নিজ বাস ভবনে তিনি রেস্টে আছেন। অসুস্থ সাবেক তিন বারের জননন্দিত চেয়ারম্যান সিরাজুল ইসলাম এর পরিবারবর্গ খাদিমনগর ইউনিয়নবাসীসহ দেশ বিদেশের সবার নিকট তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
অসুস্থ চেয়ারম্যান সিরাজুল ইসলাম এর সর্বকনিষ্ঠ ছেলে গোলাম আজম জয় বলেন,আমার বাবা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছেন। আমরা সর্বোচ্চ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। সম্প্রতি তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লে আমরা উনাকে প্রাইভেট হসপিটালে ভর্তি করি।ডাক্তার বলেছেন, বাসায় নিয়ে এসে রেস্টে রাখার জন্য।আমি আমার বাবার জন্য আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এবং দেশ বিদেশের সবার নিকট দোয়া কামনা করছি।