বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৩:০৫ পূর্বাহ্ন

শিরোনাম ::
সিলেটে যুব মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত ও জেলা শাখা পুনর্গঠন বড়লেখায় নিসচার উদ্যোগে সড়কে শৃঙ্খলা ফেরাতে সচেতনতামূলক ক্যাম্পেইন সিলেটে বর্ণিল আয়োজনে দৈনিক আমাদের সময়ের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সিলেটে কাল শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ সংলাপ শেখ হাসিনার বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিবে যুবলীগ : ভিপি শামীম খালেদা জিয়ার সুস্থতা ও জিকে গউছ এর মুক্তি কামনায় দরগাহ দোয়া মাহফিল জৈন্তাপুরে ‘মোটরসাইকেলসহ চুর’ গ্রেফতার ১ প্রেমিককে ভিডিও কলে রেখে কলেজছাত্রীর আত্মহত্যা সিলেটে ক্রাশার মেশিন থেকে পাথর ছিটকে পড়ে শ্রমিক নিহত শিশু ও কিশোর-কিশোরীদের খেলাধুলা পরিদর্শনে কানাডার হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারী ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান করুন: সংগ্রাম পরিষদ ছাতকে পৃথক অভিযানে আড়াই কোটি টাকার চালান জব্দ, গ্রেফতার ১৫ ভূমিকম্প নিয়ে আতংক নয় সচেতন হতে হবে: বিভাগীয় কমিশনার সিলেটে ফুটবল খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে শি শু র মৃ ত্যু যেকোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত রাখতে হবে: প্রধানমন্ত্রী




বাধ্য হয়ে ব্যাটিং অর্ডারে পরীক্ষা চালাচ্ছে ভারত

ind samakal 64edff034c2c4 - BD Sylhet News




স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ এসে গেছে। বিশ্বকাপেরও বেশি বাকি নেই। অথচ ভারতের মিডল অর্ডার ব্যাটিং নিয়ে এখনও সংকট কাটেনি। পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলবে রাহুল দ্রাবিড়ের দল। ওই ম্যাচে চারে এবং পাঁচে কে খেলবেন তা এখনও ঠিক হয়নি।

কেএল রাহুল ইনজুরিতে প্রথম দুই ম্যাচ থেকে ছিটকে যাওয়ায় পাঁচ নম্বরের ব্যাটিং অর্ডার নিয়ে উঠছে নানান প্রশ্ন। সেখানে তরুণ তিলক ভার্মা খেলবেন নাকি কোন উইকেটরক্ষক ব্যাটার খেলবেন। ইশান কিশাণকে উইকেটের পেছনে রাখতে বিরাট কোহলিকে চারে নামিয়ে নেওয়া হবে কিনা তা নিয়েও আছে প্রশ্ন।

এই পরীক্ষা-নিরীক্ষার বিষয় নিয়ে তাই কথা বলতে হলো ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রাহুল দ্রাবিড়কে। তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, শুধু পরীক্ষা করার জন্য তারা পরীক্ষা করছেন না। তারা পরীক্ষা চালাতে বাধ্য হচ্ছেন বলে ইঙ্গিত করেছেন কিংবদন্তি এই ক্রিকেটার।

তার মতে, চার ও পাঁচ নম্বরে ব্যাটিংয়ের জন্য তাদের হাতে ছিলেন শ্রেয়াস আয়ার, কেএল রাহুল এবং ঋষভ পান্ত। কিন্তু তাদের দূভাগ্য যে, এক-দেড় বছরের মধ্যে এই তিন ব্যাটারই ইনজুরিতে পড়েছেন। যে কারণে ওই দুই গুরুত্বপূর্ণ ব্যাটিং অর্ডারে পরীক্ষা-নিরীক্ষা চালাতে হচ্ছে তাদের।

দ্রাবিড় বলেছেন, ‘সত্যি বলতে, পরিস্থিতি চিন্তা না করেই এই পরীক্ষা বিষয়টা নিয়ে অনেক প্রশ্ন তোলা হচ্ছে। আমরা তো শুধু শুধু পরীক্ষা করার জন্য পরীক্ষা চালাচ্ছি না। এর একটা নির্দিষ্ট কারণ আছে। ১৮-১৯ মাস আগেও ৪ ও ৫ ব্যাটিং অর্ডারের জন্য আমাদের হাতে দুই-তিনজন খেলোয়াড় ছিলেন এবং সেটা নিশ্চিতভাবেই শ্রেয়াস, রাহুল এবং ঋষভ। ১৮ মাস আগেও তাদের নিয়ে কোন প্রশ্ন ছিল না। এখন তারা একসঙ্গে ইনজুরিতে।’

দ্রাবিড়ের মতে, অনেকেই দলে পরীক্ষা চালানোর কথা বলে সমালোচনা করছেন। কিন্তু তিন সিনিয়র ব্যাটারের ইনজুরির বিষয়টি মাথায় আনছেন না। ওই তিনজনের ছোট খাটো ইনজুরি নয় সেটাও মনে করিয়ে দিয়েছেন রোহিত-বিরাটদের কোচ। তিনজনকেই সার্জারি করাতে হয়েছে এবং ওই জায়গায় নতুনদের দিয়ে চেষ্টা করানো হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৩
Design & Developed BY Cloud Service BD