বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৫:২২ পূর্বাহ্ন

শিরোনাম ::
সিলেটে যুব মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত ও জেলা শাখা পুনর্গঠন বড়লেখায় নিসচার উদ্যোগে সড়কে শৃঙ্খলা ফেরাতে সচেতনতামূলক ক্যাম্পেইন সিলেটে বর্ণিল আয়োজনে দৈনিক আমাদের সময়ের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সিলেটে কাল শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ সংলাপ শেখ হাসিনার বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিবে যুবলীগ : ভিপি শামীম খালেদা জিয়ার সুস্থতা ও জিকে গউছ এর মুক্তি কামনায় দরগাহ দোয়া মাহফিল জৈন্তাপুরে ‘মোটরসাইকেলসহ চুর’ গ্রেফতার ১ প্রেমিককে ভিডিও কলে রেখে কলেজছাত্রীর আত্মহত্যা সিলেটে ক্রাশার মেশিন থেকে পাথর ছিটকে পড়ে শ্রমিক নিহত শিশু ও কিশোর-কিশোরীদের খেলাধুলা পরিদর্শনে কানাডার হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারী ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান করুন: সংগ্রাম পরিষদ ছাতকে পৃথক অভিযানে আড়াই কোটি টাকার চালান জব্দ, গ্রেফতার ১৫ ভূমিকম্প নিয়ে আতংক নয় সচেতন হতে হবে: বিভাগীয় কমিশনার সিলেটে ফুটবল খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে শি শু র মৃ ত্যু যেকোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত রাখতে হবে: প্রধানমন্ত্রী




আত্মহত্যা বাড়ছে ঘরবন্দি আফগান নারীদের

Untitled 19 copy 2 - BD Sylhet News




আন্তর্জাতিক ডেস্ক : নারীদের শিক্ষা নিষিদ্ধ করায় চিকিৎসক হওয়ার স্বপ্ন ভেস্তে যায় লতিফা নামের এক তরুণীর। এর পর শুরু হয় ঘরবন্দি জীবনযাপন। তাই আগপাছ চিন্তা না করেই হেরোইনে আসক্ত চাচাতো ভাইয়ের সঙ্গে তাঁকে জোর করে বিয়ে দেয় পরিবার। তখনই তিনি মনে করলেন, তাঁর ভবিষ্যৎ এখানেই শেষ।

আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় ঘোর প্রদেশের ১৮ বছর বয়সী ওই তরুণী মোবাইল ফোনে বলেন, ‘আমার কাছে দুটি পথ ছিল। মাদকাসক্তকে বিয়ে করে যন্ত্রণাময় জীবনযাপন করা, অথবা নিজের জীবন কেড়ে নেওয়া। আমি দ্বিতীয়টিকে বেছে নিতে যাচ্ছি।’
আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টা করা এখন আফগান নারীদের নিত্যদিনের ঘটনা। হতাশা, অবসাদ তাদের ঘিরে ধরেছে। পরিসংখ্যানও একই তথ্য দিচ্ছে।

আফগানিস্তানে ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর গত দুই বছরে দেশটির এক-তৃতীয়াংশ প্রদেশের সরকারি হাসপাতাল ও মানসিক স্বাস্থ্য ক্লিনিক থেকে সংগ্রহ করা তথ্য বলছে, নারীদের আত্মহত্যা বা আত্মহত্যা চেষ্টার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে।

অবশ্য তালেবান কর্তৃপক্ষ আত্মহত্যার তথ্য প্রকাশ করেনি। বরং উল্টো তথ্য দিচ্ছে তারা। শুধু তাই নয়, কতজন আত্মহত্যা করেছে– সেই তথ্যও প্রকাশে বাধাও দিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। স্বাস্থ্যকর্মীদের সংগৃহীত ২০২২ সালের আগস্ট পর্যন্ত এক বছরের হিসাবে আফগানিস্তানে এখন পুরুষদের চেয়ে নারীরা বেশি আত্মহত্যা করছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের কর্মকর্তারা এবং মানবাধিকার কর্মীরা। তারা মনে করেন, প্রতিটি ক্ষেত্রে তালেবানের বিধিনিষেধের কারণে এমনটা ঘটছে। ষষ্ঠ শ্রেণি থেকে নারী শিক্ষা বন্ধ। বেশির ভাগ কাজের ওপর নিষেধাজ্ঞা, পার্ক, বাথহাউস এবং অন্যান্য সাধারণ উন্মুক্ত স্থানে প্রবেশের ওপর নিষেধাজ্ঞাই এ জন্য দায়ী। দেশটিতে নিযুক্ত জাতিসংঘের নারীবিষয়ক প্রতিনিধি অ্যালিসন ডেভিডিয়ান বলেন, এই পরিস্থিতিতে তরুণী ও নারীরা বেঁচে থাকার চেয়ে মৃত্যুই ভালো বলে মনে করছেন।’ আফগানিস্তানে আত্মহত্যা লজ্জার বিষয়। তাই আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টা করা হলে তা গোপন রাখা হয়। ফলে আত্মহত্যার চেষ্টাকারী নারীদের চিকিৎসার জন্যও নেওয়া হয় না। আর যারা আত্মহত্যা করেই ফেলেন, তাদের তথ্য নথিভুক্ত ছাড়াই কবর দেওয়া হয়। এমন একটি ঘটনা ঘটে ২০২২ সালের মে মাসে হেরাত শহরে। রোয়া নামের ওই নারীকেও জোর করে বিয়ে দেওয়ার এক বছরের মাথায় বাড়িতে লাশ পাওয়া যায়। তাঁর ছোট ভাই মোহাম্মদ বলেন, তাঁর বোন প্রায়ই স্বামীর নির্যাতনের শিকার হতেন। তিনি চলে আসতে চাইলেও বাবা-মা সেখানেই থাকতে বলতেন। হঠাৎ এক দিন সকালে তাদের জানানো হয়, রোয়া মারা গেছেন। আত্মহত্যা লজ্জাজনক ও অনৈসলামিক হওয়ায় তাদের বলা হয় অসুস্থতায় তিনি মারা গেছেন। পশ্চিম হেরাতের প্রাদেশিক হাসপাতালের এক চিকিৎসক জানান, তাদের হাসপাতালে ভর্তি হওয়া প্রায় ৯০ ভাগ মানসিক রোগীই নারী। এদিকে গত বুধবার বিদেশে পড়তে যাওয়ার উদ্দেশ্যে কাবুল বিমানবন্দরে গিয়েও ফিরে আসতে হয়েছে অন্তত ৬০ আফগান নারীকে। তারা দুবাইয়ের একটি বিশ্ববিদ্যালয়ে বৃত্তিতে পড়ার সুযোগ পেয়েছিলেন। আশাভঙ্গ হওয়া নাটকাই নামের এক শিক্ষার্থী বলেন, ‘টিকিট এবং পড়তে যাওয়ার ভিসা দেখে তালেবান কর্মকর্তারা আমাদের বললেন, নারীদের ছাত্র ভিসায় আফগানিস্তান ছেড়ে যাওয়া নিষেধ।’

এদিকে আফগানিস্তানের ব্যান্ড-ই-আমির ন্যাশনাল পার্কে এক সময় নারীরা চাকরি করলেও এখন সেই পার্কেই নারীদের ঢোকা নিষিদ্ধ করেছে তালেবান। দেশটির ধর্ম প্রচারমন্ত্রী মোহাম্মদ খালিদ হানাফি গত শনিবার এ ঘোষণা দেন।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৩
Design & Developed BY Cloud Service BD