বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১১ পূর্বাহ্ন

শিরোনাম ::
আমাদের সফল হতেই হবে : জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া আটক জনতার পুলিশ হিসেবে কাজ করে যেতে চাই:- এসএমপি পুলিশ কমিশনার মোদিকে কটাক্ষ করা মালদ্বীপের দুই মন্ত্রীর পদত্যাগ বোনের বিয়েতে সাই পল্লবীর নাচ, মুগ্ধ ভক্তরা মাধবপুরে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার বন্ধ করে দেওয়া হয়েছে সব ‘আয়নাঘর’: ড. ইউনূস সংস্কারের জন্য ছয় বিশিষ্টজনের নেতৃত্বে ছয় কমিশন: ড. ইউনূস তিন সপ্তাহের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: জ্বালানি উপদেষ্টা ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা দোয়ারাবাজার সীমান্তে ২৭৫ কেজি ইলিশ জব্দ যেসব বিদেশি নেতা ভারতে রাজনৈতিক আশ্রয় পেয়েছিলেন সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু সিলেট অনলাইন প্রেসক্লাবের নতুন সদস্য পদে দরখাস্ত আহ্বান দিনে কত সময় স্বামী-স্ত্রীর একসঙ্গে কাটানো উচিত?




মাত্র ৮ মাসেই কোরআনে হাফেজ হলেন শিশু আজমল

FB IMG 1693254329590 - BD Sylhet News




বিডি সিলেট ডেস্ক:: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাত্র আট মাসে সম্পূর্ণ কোরআন হিফজ (মুখস্থ) করে বিস্ময়কর নজির স্থাপন করেছেন শিশু আজমল হাসান রুহান। সাড়ে নয় বছর বয়সী আজমল হাসান রুহান পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ চরটেকী গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. আব্দুর রশিদের ছেলে।

রুহান পাকুন্দিয়া পৌর এলাকার চরপাকুন্দিয়া গ্রামের দারুল মা’আরিফ আল ইসলামিয়া মাদ্রাসার হিফজুল কোরআন বিভাগের বালক শাখার শিক্ষার্থী। এখানেই তিনি পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছেন। পরিবারে তিন ভাই বোনের মধ্যে রুহান সবার বড়।

আজমল হাসান রুহানের চাচা মো. শহিদুল আলম বলেন, রুহানের বাবা প্রবাসে থাকায় তাদের পরিবারের সব সদস্যকে দেখাশোনা করে আসছি আমি। রুহান ৮ মাসে কোরআনের হাফেজ হওয়ায় তাদের পরিবারে আনন্দ বিরাজ করছে। ভবিষ্যতে রুহান যেন বিশ্ববিখ্যাত আলেম হয়ে ইসলাম ও দেশের কল্যাণে কাজ করতে পারে তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। এ সময় মাদ্রাসার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

দারুল মা’আরিফ আল ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মুফতি মো. শরিফুল ইসলাম জানান, হিফজুল কোরআন বিভাগে পড়াশোনা শেষ করতে প্রায় তিন বছর সময় লাগে। সেখানে তার সময় লেগেছে মাত্র আট মাস। আল্লাহর অশেষ অনুগ্রহে শিক্ষক ও অভিভাবকদের চেষ্টা ও প্রচেষ্টায় ২৪০ দিনে হিফজ সম্পন্ন করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি এই কেন্দ্রিক মেধাবী শিক্ষার্থীরা অত্যন্ত ভদ্র ও শান্ত স্বভাবের হয়ে থাকে। রুহানও এর ব্যতিক্রম হয়নি। আমরা তার জন্য দোয়া করি ও দেশবাসীর কাছে দোয়া চাই তাকে আল্লাহ তায়ালা ইসলাম, দেশ, জাতি ও মানবতার খাদেম হিসেবে কবুল করেন।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD