বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৫:২৭ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি::উপমহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন ও দেশের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী (রহ.) স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জকিগঞ্জ উলামা-মাশায়েখ স্মৃতি পরিষদ। বৃহস্পতিবার (৮অক্টোবর) বিকেলে জকিগঞ্জ শিশুপার্ক মাঠে অনুষ্ঠিত দুই পর্বের আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন যথাক্রমে লামারগ্রাম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল গাফফার রায়পুরী ও হাড়িকান্দী মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা হাফিজ ফখরুল ইসলাম।
জকিগঞ্জ উলামা-মাশায়েখ স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ ও সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হামিদ জালালের যৌথ পরিচালনায় শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন পরিষদের সভাপতি মাওলানা আব্দুল কাদির।
আলোচনায় অংশ নেন সিলেট নগরীর নাইওরপুল জামে মসজিদের খতিব ও খলিফায়ে আল্লামা শাহ আহমদ শফী (রহ.) মাওলানা হাফিজ শায়খ নজমুদ্দিন কাসিমী, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা মুফতি আবুল হাসান, হেফাজতে ইসলাম সিলেট জেলা সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মুখলিসুর রহমান, হাড়িকান্দি মাদ্রাসার নির্বাহী মুহতামীম হাফিজ মাওলানা সিদ্দিকুর রহমান, মুনশীবাজার মাদ্রাসার মুহাদ্দিস মাও মাওলানা মুফতী আব্দুল হান্নান, মাইজকান্দি মাদ্রাসা মুহতামিম মাওলানা আব্দুস সবুর ও শেরুলভাগ মাদ্রাসার মুহতামীম মাওলানা আব্দুল হামিদ প্রমুখ।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দীন, জকিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আহাদ, জকিগঞ্জ পৌরসভা খেলাফত মজলিস সভাপতি মাওলানা আব্দুস সালাম, জকিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আহমদ আব্দুল কুদ্দুস, মারওয়া ড্রিংকিং ওয়াটারের ব্যবস্থাপনা পরিচালক প্রিন্সিপাল মুহাম্মদ খায়রুল ইসলাম, তরুণ আলেম মাওলানা ফরীদ উদ্দিন, মাওলানা সেলিম আহমদ, মাওলানা আব্দুল হালিম, মাওলানা জয়নুল ইসলাম ও মাওলানা ফুজায়েল আহমদ, মাওলানা আব্দুল হালিম, ছাত্রনেতা মুহাম্মদ নূর উদ্দিন, খালেদ আহমদ, আমিনুল করীম, জামীল আহমদ ও ফজলুল করীম প্রমূখ।
আলোচনা সভা শেষে আল্লামা নজমুদ্দিন কাসিমী মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।