বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১১ পূর্বাহ্ন
বিডি সিলেট ::সিলেটের কোতোয়ালী থানাধীন খেয়াঘাট ফাতেমা স্টোরের সামনে থেকে ৪০ পিস ইয়াবা সহ একজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। শুক্রবার (২৫ আগস্ট) রাত ৮.১৫ ঘটিকার সময় ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেট এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খোন্দকার ফরিদুল ইসলাম এর নির্দেশে সহকারী পুলিশ সুপার, জনাব আছাবুর রহমান এর নেতৃত্বে এসএমপি সিলেটের কোতোয়ালী থানাধীন খেয়াঘাট ফাতেমা স্টোরের সামনে অভিযান পরিচালনা করে মোঃ জসীম মোড়ল (৪২) নামে ৪০ পিস ইয়াবাসহ আটক করা হয়। সে সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার চামারজানি গ্রামের মৃত তৈয়ব আলী মোড়ল ছেলে। বর্তমান নগরীর নবাবরোড দুধু মিয়ার কলোনি তে বসবাস করছে।
এস আই মোঃ আবু তাহের ঘটনার বিষয়ে বাদী হয়ে কোতোয়ালী থানায় এজাহার দায়ের করেন।
৭এপিবিএন, সিলেটের মিডিয়া উইংয়ের এএসআই পাবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদক নিয়ন্ত্রণ ৭এপিবিএনকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করেন।
উল্লেখ্য , আসামী জসীম মোড়ল গত প্রায় ৫ মাস পূর্বে ইয়াবাসহ লামাবাজ ফাঁড়ি কর্তৃক আটক হয়ে দেড় মাস জেল কেটে বর্তমানে জামিনে ছিল।