BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১২:১৪
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে ভারতীয় শাড়ীসহ দুজন আটক


আগস্ট ১৭, ২০২৩ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জ অবৈধভাবে পাচারকৃত মালামালসহ দুই চোরাকারবারীকে আটক করেছে র‌্যাব-৯।বৃহস্পতিবার (১৭ আগষ্ট) ভোর রাতে অভিযান চালিয়ে সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন, ইব্রাহিমপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে তাজুয়ার আফজাল শিহাব ও একই গ্রামের মৃত আব্বুছ আলীর ছেলে নূর হোসেন।

বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ র‌্যাব-৯ এর সিপিসি-৩ সুনামগঞ্জ কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মতিয়ার রহমান।

তিনি জানান, এসময় ৫৪৮ পিস ভারতীয় শাড়ী ৭৫ পিস লেহেঙ্গা ও ২৫৫০ কেজি চা-পাতাসহ আনুমানিক ৬ লক্ষ টাকা মূল্যের অবৈধ মালামাল জব্ধ করা হয়। পরে আটকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশের কাছে সোর্পদ করে র‌্যাব সংশ্লিষ্টরা।

জানা যায়, আটককৃত এই দুই চোরাকারাবারীসহ একটি সংঘব্ধ চক্র সদর উপজেলার সীমান্তিক এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছে। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে প্রসাদনি, কাপড়, চিনিসহ বিভিন্ন ভারতীয় পণ্য দেশের সীমানায় প্রবেশ করে জেলা ও জেলার বাহিরে পাচার করে আসছে। এদের বিরুদ্ধে মাঝেমধ্যে আইনশৃংখলা বাহিনীর ঝটিকা তৎপরতা দেখা গেলেও পাচার রোধে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। তবে পাচার রোধে সংশ্লিষ্ট প্রশাসন আগের চেয়ে কঠোর অবস্থানে রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

র‌্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জ কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মতিয়ার রহমান জানান, অভিযান চালিয়ে দুই চোরাকারবারীকে আটক করা হয়েছে। এসময় বিপুল অবৈধ মালামাল জব্ধ করা হয়েছে। মাদক ও পাচার দ্রব্য রোধে তথ্য দিয়ে র‌্যাবকে সহযোগিতা করুন। মাদক ব্যবসায়ি ও চোরকারবারীদের আইনের আওয়তায় আনা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।