BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪০
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে শিক্ষকের বেতের আঘাতে শিক্ষার্থী গুরুতর জখম


আগস্ট ১৭, ২০২৩ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট প্রতিবেদক : হবিগঞ্জের মাধবপুরে শিক্ষকের বেতের আঘাতে এক স্কুল শিক্ষার্থীর চোখে গুরুতর জখম হয়েছে। আহত শিক্ষার্থীর নাম মেহেদি হাসান (০৪)। সে চৌমুহনী ইউনিয়নের বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ও একই গ্রামের মোতালিব মিয়ার ছেলে। বর্তমানে শিশু মেহেদি আশঙ্কাজনক অবস্থায় ঢাকার আগারগাঁও চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন।

অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকিরুল হাসান জানান, আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) ওই ক্লাস্টারের সহকারী শিক্ষা কর্মকর্তাকে সাথে নিয়ে সরজমিন গিয়ে ঘটনার খোঁজ নেবেন।

জানা যায়, গতকাল বুধবার (১৬ আগস্ট) বিদ্যালয় চলাকালীন বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোর্শেদা বেগম ‘দুষ্টুমি করার অভিযোগে’ শ্রেণিকক্ষে অবস্থানরত মেহেদি হাসানকে লক্ষ্য করে সজোরে তার হাতে থাকা বাঁশের বেত ছুড়ে মারেন। এটি মেহেদি হাসানের ডান চোখে গিয়ে আঘাত করে। এতে মেহেদি হাসানের চোখ রক্তাক্ত জখম হয়। বর্তমানে মেহেদি হাসান ঢাকাস্থ আগারগাঁও চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে তার পিতা মোতালিব মিয়া জানিয়েছেন।

চিকিৎসকদের বরাত দিয়ে মোতালিব মিয়া জানান, মেহেদি হাসানের চোখের অবস্থা ভালো নয়। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি শিক্ষক মোর্শেদার এমন অমানবিক আচরণের বিচার দাবি করেছেন।

অভিযুক্ত শিক্ষক মোর্শেদা বেগমের মোবাইলে বারবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকিরুল হাসান জানান, ‘অভিযোগ পেয়েছি। ঘটনা সম্পর্কে জানতে আমি নিজে আজ বিদ্যালয়ে যাব।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান জানান, ‘বিষয়টি খুবই দুঃখজনক। শিক্ষা কর্মকর্তাকে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।