বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৬:৩৯ অপরাহ্ন
বিডি সিলেট নিউজ ডটকম:: খাদিমনগর ইসলামী যুব পরিষদ ও খাদিমনগর ইসলামী তৌহিদী জনতার যৌথ উদ্যোগে সিলেটের এমসি কলেজে গণধর্ষণ ও নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে পাশবিক নির্যাতন এবং দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।খাদিমনগর ইসলামী তৌহিদী জনতার সভাপতি জামেয়া আবু হুরায়রা(রাঃ)মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা ইয়াহিয়া খানের সভাপতিত্বে এবং খাদিমনগর ইসলামী যুব পরিষদের সভাপতি নুর উদ্দিন সোহরাবের এর স্বাগত বক্তব্যে মানববন্ধন ও প্রতিবাদ সভা পরিচালনা করেন খাদিমনগর ইসলামী যুব পরিষদ ও তৌহিদী জনতার সাধারণ সম্পাদক আমিনুর রহমান আল আমীন ও খাদিমনগর যুব পরিষদের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম।বক্তব্য রাখেন খাদিমনগর ইসলামী তৌহিদী জনতার সিনি:সহ সভাপতি মাওলানা মোতাক্কিল বিল্লাহ জালাল,মাওলানা রিয়াজ উদ্দিন,হা:মাও:আব্দুলকরিম,শিক্ষানুরাগী সৈয়দ মসউদ রহমান মতিন,যুব সংগঠক নজরুল ইসলাম,মোক্তার হোসেন,আব্দুলআহাদ,শিপলু আহমদ,তরুণ যুব সংগঠক এনায়েত তৌহিদুর রহমান,আব্দুল জব্বার রাজিব,কামাল আহমদ,হা:হেলাল আহমদ রাজু,আলাল উদ্দিন,
হা:শামীম আহমদ সাজ্জাদ,নাজিম উদ্দিন,জাকারিয়া আহমদ,রেজাউল করিম মাসুম,আব্দুল মুমিন,রিচয়,সাজু প্রমুখ।মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরবর্তী এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়।ম্পাদক সাইফুল ইসলাম।বক্তব্য রাখেন খাদিমনগর ইসলামী তৌহিদী জনতার সিনি:সহ সভাপতি মাওলানা মোতাক্কিল বিল্লাহ জালাল,মাওলানা রিয়াজ উদ্দিন,হা:মাও:আব্দুলকরিম,শিক্ষানুরাগী সৈয়দ মসউদ রহমান মতিন,যুব সংগঠক নজরুল ইসলাম,মোক্তার হোসেন,আব্দুলআহাদ,শিপলু আহমদ,তরুণ যুব সংগঠক এনায়েত তৌহিদুর রহমান,আব্দুল জব্বার রাজিব,কামাল আহমদ,হা:হেলাল আহমদ রাজু,আলাল উদ্দিন,হা:শামীম আহমদ সাজ্জাদ,নাজিম উদ্দিন,জাকারিয়া আহমদ,রেজাউল করিম মাসুম,আব্দুল মুমিন,রিচয়,সাজু প্রমুখ।মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরবর্তী এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়।