শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৯:৩৪ পূর্বাহ্ন
বিডি সিলেট নিউজ ডেস্ক::ওসমানীনগর উপজেলা সাদিপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ, গোলাপগঞ্জের লক্ষীপাশা ইউনিয়নে মাহমুদ আহমদ ও বিশ্বনাথের দশঘর ইউনিয়নে মো. জবেদুর রহমানের বিজয় নিশ্চিতে যুবলীগকে মাঠে থাকার নির্দেশনা দিয়েছেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক শামীম আহমদ।
এক যুক্ত বিবৃতিতে তারা বলেন, নেত্রী যাকে প্রার্থী দিয়েছেন, তাকে বিজয়ী করতে যুবলীগ মাঠে থাকবে। নির্বাচন ঘিরে আপনাদের জনগনের কাছে যাবার সুযোগ হয়েছে। আপনারা প্রতিটি মানুষের কাছে যাবেন, ভদ্র-নম্র ভাবে ভোট চাইবেন। অবশ্যই সামাজিক সুরক্ষা নিশ্চিত করবেন। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সরকারের যুগান্তকারী উনśয়নের পদক্ষেপ গুলো তুলে ধরবেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতাকর্মীদের উদ্দেশ্য করে এসব কথা বলেন।
বিবৃতিতে জেলা যুবলীগের দুই কর্ণধার আরো বলেন, বঙ্গবন্ধুর শক্তি ছিল নিপীড়িত মানুষ। সে বিষয়টি মাথায় রেখেই আমরা রাজনীতি করছি। আপনারাও নিপীড়িত মানুষের কাছে যাবেন, সমস্যাগুলোর নোটগুলো করে রাখবেন। পরবর্তীতে আমাদের কাছে দিবেন, আমরা কিভাবে সাহায্য করা যায়, কষ্ট লাঘব করা যায় সে চেষ্টা করবো।
নেতৃবৃন্দ আরো বলেন- যুবলীগের কোন দায়িত্বশীল নেতা বা কর্মী নৌকার বিপক্ষে কাজ করেন তা হলে উপযুক্ত প্রমান সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।