বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৫:৩৭ পূর্বাহ্ন
বিডি সিলেট নিউজ ডটকম::সারা বাংলাদেশে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর অংশ হিসাবে সিলেট নগরীর সুবিদবাজার লন্ডনী রোডে অগ্রণী তরুণ সংঘের কার্যালয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় কর্মসূচির উদ্বোধন করেন অগ্রণী তরুণ সংঘের সভাপতি জহিরুল ইসলাম মিশু।
এসময় উপস্থিত ছিলেন- অগ্রণী তরুণ সংঘের সহ-সভাপতি শাহ মো. লোকমান আলী, সাধারণ সম্পাদক মাসুদুľামান তপাদার মুক্তার, সদস্য আব্দুল আলিম ওহী প্রমুখ।
উল্লেখ্য; কোভিড পজেটিভ হোক বা নেগেটিভ হোক ৬ মাস থেকে ৫৯ মাস বয়সের সকল শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছে জাতীয় পুষ্টি সেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।