সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৮:১৫ পূর্বাহ্ন
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি : ‘বাণীতে নয়, কর্মে করবো মানবতার জয়’ এ শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখায় স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান যুব সমাজ ফাউন্ডেশনের ২০২৩-২৪ মেয়াদের ৫৩ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার রাত ৮ ঘটিকায় বড়লেখা পৌর শহরের অস্থায়ী কার্যালয়ে এক জরুরী সভায় সর্বসম্মতিক্রমে আশরাফুল হাসানকে সভাপতি, জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক ও আমিনুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৫৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অনুমোদন দেন রক্তদান যুব সমাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন আহবায়ক ফরহাদ হোসেন ও সদস্য সচিব আব্দুস সামাদ আজাদ।
এসময় রক্তদান যুব সমাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফরহাদ হোসেন বলেন, সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষে ও উপদেষ্টা মহোদয়বৃন্দের সাথে আলোচনা করে আমরা নব-গঠিত কমিটি গঠন সম্পন্ন করেছি। আশা করছি অতীতের মতো বর্তমান কমিটি সামাজিক কার্যক্রমে বিশেষ অবদান রাখবে। এসময় তিনি নব-গঠিত কমিটির সকল সদস্যবৃন্দকে আন্তরিক ধন্যবাদসহ শুভকামনা জ্ঞাপন করেন।