শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৮:৫৪ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : সম্প্রতি সাফ চ্যাম্পিয়নশিপে দারুণ পারফর্ম করা বাংলাদেশ ফুটবল দল দ্রুতই আন্তর্জাতিক ফুটবলে ম্যাচে মাঠে নামছে। পরবর্তী ফিফা উইন্ডোতে দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ার দল।
আগামী সেপ্টেম্বরের শুরুতে ঘরের মাঠে হবে ম্যাচ দুটি। তবে ম্যাচ দুটি কোথায় অনুষ্ঠিত হবে তা এখনো চূড়ান্ত করতে পারেনি বাফুফে। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ।
সোমবার তিনি বলেছেন, ‘আগামী সেপ্টেম্বরে ফিফা প্রীতি ম্যাচের উইন্ডোতে আমরা আফগানিস্তানের সঙ্গে দুটি ম্যাচ খেলব। ম্যাচ দুটি ৪ ও ৭ সেপ্টম্বর হবে। আমরা শিগগিরই ভেন্যু সম্পর্কে জানাতে পারব। আগামী অক্টোবরে বিশ্বকাপ ও এএফসি বাছাইপর্ব আছে, তারই প্রস্তুতি হিসেবে আফগানিস্তানের সঙ্গে এই ফিফা প্রীতি ম্যাচ দুটি খেলছি আমরা।’
সবশেষ সিলেটে সিশেলসের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছিলো বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ এখনো শেষ হয়নি। সিলেটের মাঠ পুরোপুরি ভালো নয় বলে, এই মাঠে খেলতে চাননা জাতীয় দলের অনেক ফুটবলারই। তাই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে ভেন্যু নিয়ে ভাবতে হচ্ছে বাফুফেকে।
এদিকে আগামী ২০ আগস্ট থেকে ক্যাম্প শুরুর কথা আগেই জানিয়েছিলেন নাবিল। সাফ চ্যাম্পিয়নশিপ শেষে ছুটিতে রয়েছে কোচ হাভিয়ের কাবরেরা। ৯ আগস্ট ফিরলে শুরু হবে ক্যাম্পের কার্যক্রম। একই সঙ্গে তখনই ভেন্যুর বিষয়টি নিয়ে আলোচনা হবে।
আগামী ২৮ আগস্ট বাংলাদেশে আসবে আফগানিস্তান ফুটবল দল। ম্যাচ দুটি খেলার আগে এখানে এক সপ্তাহব্যাপী ক্যাম্প করবে ফিফা র্যাঙ্কিংয়ে ১৫৭তম স্থানে থাকা দলটি।