শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৯:৩৯ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথে চার দিন ধরে নিখোঁজ রয়েছেন মাসুদ আহমদ (২০) নামের এক যুবক। তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা (দক্ষিণপাড়া) গ্রামের মমশির আলীর ছেলে। ১ আগস্ট থেকে নিখোঁজ রয়েছেন তিনি। ওইদিন একটি ব্যবসা প্রতিষ্ঠানের মাঠকর্মী হিসেবে পণ্য বিক্রির উদ্দেশ্যে বিশ্বনাথ পৌরসভা এলাকায় বেরিয়ে আর ফেরেননি মাসুদ। বন্ধ রয়েছে তার ব্যবহৃত মুঠোফোনও। খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরি করেছেন প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী জানাইয়া গ্রামের জমির মিয়া।
সাধারণ ডায়েরিতে প্রকাশ, নিখোঁজের দিন ৯টায় বিক্রির উদ্দেশ্যে ৭০ হাজার টাকার পণ্য সামগ্রী নিয়ে বিশ্বনাথ পুরানবাজারে বের হন মাসুদ। প্রতিদিন মাসুন রাত ৯টায় জমির মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে ফিরে হিসাব প্রদান করলেও ওইদিন আর ফেরেননি তিনি। মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায় তার।
মাসুদের বড় ভাই মাসুম জানান, সে আগে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতো। তিন মাসও হয় ডিলারশিপ ব্যবসায় ডেলিভারি ম্যান হিসেবে বিশ্বনাথে কাজ নেয়। সে খুবই শান্ত-শিষ্ট মানুষ। নিশ্চয়ই তাকে অপহরণ করা হয়েছে। এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবদুস সালাম বলেন, যুবকের সন্ধানে সাধারণ ডায়েরির আলোকে কাজ করছে পুলিশ। তথ্য-প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চলছে।