মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১০:১৬ অপরাহ্ন
বিডিসিলেট ডেস্ক : মুন্সীগঞ্জ জেলার লৌহজং-এ বালুবাহী বাল্কহেডের সঙ্গে পিকনিকের ট্রলারের সংঘর্ষ হয়েছে। এতে ট্রলারটি ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন নারী ও পাঁচ জন পুরুষ। তবে এখনও নিখোঁজ রয়েছেন আট জন।
শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের রসের কাঠি এলাকার ডহুরি খালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ৩৫ জন যাত্রী সাঁতার দিয়ে তীরে উঠতে সক্ষম হয়। লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কায়েস আহাম্মেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কাজ শুরু করে। এখন পর্যন্ত (রাত ১০টা) পাঁচ জনের মরদেহ উদ্ধার করেছি। ঢাকা থেকেও ডুবুরি দল আসছে।’
যাত্রীরা জানান, ট্রলারটি লৌহজং পদ্মা নদী থেকে ডহুরি তালতলা খার হয়ে সিরাজদিখান উপজেলার লতব্দী গ্রামের দিকে যাচ্ছিল। পথে পিকনিকের ওই ট্রলারে ধাক্কা দেয় বাল্কহেডটি।
আউটশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেকান্দার বেপারী জানান, ট্রলারে ৪৬ জন যাত্রী ছিলেন বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে।