মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১০:৫৫ অপরাহ্ন
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজার জেলার বড়লেখায় লতিফিয়া ইমাম সোসাইটি, বড়লেখা উপজেলা শাখার আয়োজনে শোহাদায়ে কারবালার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক সোমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ আগষ্ট) শনিবার বড়লেখা পৌর সুপার মার্কেট এর ২য় তলায় লতিফিয়া ইমাম সোসাইটি, বড়লেখা উপজেলা সভাপতি মাওলানা কুতবুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সিদ্দিকী ও প্রচার সম্পাদক মিজান আহমদের যৌথ উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্রগ্রাম জমিয়াতুল ফালাহ জামে মসজিদের সাবেক খতিব হযরত মাওলানা নুর মোহাম্মদ সিদ্দিকী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাখালগজ্ঞ সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি শিহাব উদ্দিন আলীপুরী, জাতীয় ইমাম সমিতি, মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম-আহবায়ক মাওলানা মকবুল হোসেন খান, উপজেলা আল ইসলাহ এর সভাপতি মাওলানা আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন, উপজেলা ক্বারী সোসাইটির সভাপতি কে এম ছালেহ আহমদ কবির, উপজেলা আল-ইসলাহ’র সহ-সভাপতি মাওলানা নুর উদ্দিন, সহ সম্পাদক মাও. সাহেদ আহমদ জুয়েল, উপজেলা তালামীযের সভাপতি রুবেল আহমদ, সাধারণ সম্পাদক আতিকুর রহমান।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা তালামীযের সাবেক সম্পাদক রুহুল আমিন রুহেল, লতিফিয়া ইমাম সোসাইটির সহ-সভাপতি মাওঃ আব্দুস শহিদ,সহ সাধারণ সম্পাদক হাঃ গুলজার আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওঃ আবুল কাশেম বিপ্লবী, সহ সাংগঠনিক সম্পাদক মাওঃ জামাল আহমদ প্রমুখ।