বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৬:১১ পূর্বাহ্ন
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সুস্থতা কামনা করে আজ বাদ আসর হযরত শাহজালাল রহ. মাজারের ভিতরে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও জেলা বিএপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শাকিল মুর্শেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলী মো: নুরুল হুদা দিপু, দেলোয়ার হোসেন চৌধুরী, সৈয়দ সরওয়ার রেজা, আহবায়ক কমিটির সদস্য হাসান হাফিজুর রহমান টিপু, হাবিবুর রহমান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা প্রমুখ।