রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন
বিডি সিলেট ডেস্ক:: বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির নবনির্বাচিত সভাপতি আব্দুল বাতিন ফয়সল, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও কোষাধ্যক্ষ মাহমুদ হোসেনসহ কমিটির নবনির্বাচিত সকল সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোক মো: নাসির উদ্দিন খান।
বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেটের নির্বাচিত নেতৃবৃন্দের মাধ্যমে সুষ্ঠু সাংবাদিকতা চর্চা আরো গতিশীল হবে। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য, অগ্রগতি গণমাধ্যমে প্রকাশে ফটো সাংবাদিক নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
উল্লেখ : গত ৩১ জুলাই নির্বাচনের মাধ্যেমে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটি গঠিত হয়।