শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২২ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : প্রথমার্ধে দুই গোলের লিড নিয়েছিল জার্গেন ক্লপের লিভারপুল। কিন্তু জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা। দারুণ কামব্যাক করে ৪-৩ গোলের জয় তুলে নিয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ।
সিঙ্গাপুর সফরে বুধবারের ম্যাচে ২ মিনিটে লিড নেয় লিভারপুল। গোল করেন কোডি গাকপো। এরপর ২৮ মিনিটে ২-০ গোলের লিড নেয় রেড ডেভিলসরা। ওই গোল করেন ফন ডাইক।
প্রথমার্ধেই কামব্যাক করে সমতায় ফেরে টমাস টুখেলের দল বায়ার্ন। ম্যাচের ৩৩ মিনিটে এক গোল শোধ করেন বায়ার্নের সের্গি গিনাব্রি। এরপর ৪২ মিনিটে গোল আসে লিরয় সানের পা থেকে।
দ্বিতীয়ার্ধে আবার লিড নেয় লিভারপুল। এবার গোল করেন লুইস দিয়াজ। গত মৌসুমের অধিকাংশ সময় ইনজুরিতে মাঠের বাইরে থাকা এই লাতিন আমেরিকান ৬৬ মিনিটে দলকে এগিয়ে নেন।
এরপর ৮০ মিনিটে আবার সমতায় ফেরে বায়ার্ন মিউনিখ। গোল করেন জোসেপ স্টানিসিক। ফ্রাঙ্কা কাইটজিগ ৯১ মিনিটে গোল করে বায়ার্নকে জয় এনে দেন।