বিডিসিলেট প্রতিবেদক : হবিগঞ্জে জেলার বাহুবল ও শায়েস্তাগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২ আগস্ট) এ ঘটনা ঘটে
মৃত শিশুরা হলো-শায়েস্তাগঞ্জ উপজেলার বারলাড়িয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে রিহান মিয়া (৩) এবং বাহুবল উপজেলার জুলহাস মিয়ার ছেলে তোহা মিয়া (৬)।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কামাল জানান, বুধবার দুপুরে শিশু রিহান বাড়ির সবার অগোচরে পাশের ময়লাযুক্ত একটি ডোবায় পড়ে যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
এদিকে, শিশু তোহা মিয়ার পানিতে ডুবে মারা যাওয়ার খবর নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম খান।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।