শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৩ অপরাহ্ন

শিরোনাম ::
নির্বাচন বাধাগ্রস্ত করতে বিদেশী কোন হস্তক্ষেপ জনগণ মেনে নেবে না: প্রধানমন্ত্রী সিলেটে নাট্যকর্মীদের উপর হামলার ঘটনায় ৬০ জনকে আসামি করে মামলা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে প্রদত্ত প্রধানমন্ত্রীর ভাষণের পূর্ণ বিবরণ সিলেটে নাট্যকর্মীদের উপর হামলা: রবিবার প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ সিলেটে ভাগ্নের হাতে মামা নিহত ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল পাবে ৪০ লাখ ডলার পরিবারের সবাইকে হারিয়ে আলৌকিকভাবে বেঁচে গেলো ৭ মাসের শিশু সিলেটে ছিনতাই হওয়া ৫টি টমটম উদ্ধার, গ্রেফতার ২ পানি থেকে ওঠানো সেই শিশুটি এখন সুস্থ রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ প্রস্তাব গোয়াইনঘাট পুলিশের অভিযানে ভারতীয় মদসহ মাদক কারবারী আটক ঢাকায় অতিবৃষ্টি, বিদ্যুৎস্পৃ’ষ্টে একই পরিবারের তিন-জন সহ নিহ’ত ৪ সিলেটের তৃষা চ্যানেল আই সেরাকণ্ঠে সেমিফাইনালে সিলেটে নাট্যকর্মীদের উপর হামলায় আনোয়ারুজ্জামান চৌধুরীর নিন্দা সারদা স্মৃতি ভবনে নাট্যকর্মীদের উপর হামলায় সিলেট জেলা আ’লীগের নিন্দা




মৌলভীবাজারে ৩টি চোরাই প্রাইভেট কারসহ গ্রেফতার ৮

355699 - BD Sylhet News




বিডিসিলেট প্রতিবেদক : মৌলভীবাজারে ৩টি চোরাই প্রাইভেট কারসহ ৮ জনকে গ্রেফতার করেছে কুলাউড়া থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার অফিসে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান, মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান (পিপিএম) বার।

পুলিশ সুপার জানান, ১৭ জুলাই ২০২৩ ইং এর কুলাউড়া থানার মামলা নং-১৩, ধারা ৩৭৯ পেনাল কোড রুজু মামলায় কমলগঞ্জ উপজেলার শমসের নগর, মাধবপুর ও মৌলভীবাজার সদরের গুজারাই থেকে আসামীদের গ্রেফতার করা হয়।

১লা আগস্ট ভোর রাতে দুধর্ষ গাড়ি চোর চক্রের অন্যতম সদস্য মৌলভীবাজার সদর উপজেলার গুজারাই গ্রামের আলীম মিয়ার ছেলে শাহ আলমকে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে মৌলভীবাজার শহরের বেরিরচর এলাকা থেকে মৃত ফরকিত মিয়ার ছেলে মুহিবুর রহমান সিতুকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাদের পর সিতুর শ্বশুরবাড়ি সদরের আমতৈল ইউপির আদপাশা গ্রাম থেকে ১০ জুলাই কুলাউড়ার মাগুরা থেকে চুরি যাওয়া new model 2006 G-Corolla প্রাইভেট কারটি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-শাহ আলম, মুহিবুর রহমান সিতু, তোফায়েল মিয়া, আব্দুল আলীম, মহিউদ্দিন, জসিম মিয়া, আবুল হোসেন, কয়েছ মিয়া।

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) সুদর্শন কুমার রায় ও কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ এর নির্দেশনায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, কুলাউড়া থানার ওসি তদন্ত রতন চন্দ্র দেবনাথ, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আনোয়ার মিয়াসহ পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৩
Design & Developed BY Cloud Service BD