শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫১ অপরাহ্ন

শিরোনাম ::
জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৯৭ বস্তা ভারতীয় চিনি উদ্ধার নির্বাচন বাধাগ্রস্ত করতে বিদেশী কোন হস্তক্ষেপ জনগণ মেনে নেবে না: প্রধানমন্ত্রী সিলেটে নাট্যকর্মীদের উপর হামলার ঘটনায় ৬০ জনকে আসামি করে মামলা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে প্রদত্ত প্রধানমন্ত্রীর ভাষণের পূর্ণ বিবরণ সিলেটে নাট্যকর্মীদের উপর হামলা: রবিবার প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ সিলেটে ভাগ্নের হাতে মামা নিহত ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল পাবে ৪০ লাখ ডলার পরিবারের সবাইকে হারিয়ে আলৌকিকভাবে বেঁচে গেলো ৭ মাসের শিশু সিলেটে ছিনতাই হওয়া ৫টি টমটম উদ্ধার, গ্রেফতার ২ পানি থেকে ওঠানো সেই শিশুটি এখন সুস্থ রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ প্রস্তাব গোয়াইনঘাট পুলিশের অভিযানে ভারতীয় মদসহ মাদক কারবারী আটক ঢাকায় অতিবৃষ্টি, বিদ্যুৎস্পৃ’ষ্টে একই পরিবারের তিন-জন সহ নিহ’ত ৪ সিলেটের তৃষা চ্যানেল আই সেরাকণ্ঠে সেমিফাইনালে সিলেটে নাট্যকর্মীদের উপর হামলায় আনোয়ারুজ্জামান চৌধুরীর নিন্দা




স্কুল-কলেজের শাখা ক্যাম্পাসের জন্যও নিতে হবে নিবন্ধন

Untitled 29 samakal 620d47d9dc8b7 - BD Sylhet News




বিডিসিলেট ডেস্ক : দেশের স্কুল-কলেজের শাখা ক্যাম্পাসগুলোর জন্য পৃথক ইআইআইএন (শিক্ষাপ্রতিষ্ঠান পরিচিতি নম্বর) বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী এক মাসের মধ্যে এ সংক্রান্ত নীতিমালা প্রকাশ করা হবে।

জানা যায়, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৩’-এ এই বাধ্যবাধকতা আছে। খসড়া নীতিমালাটি অনুমোদনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্রে জানা গেছে, বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক বা অধ্যক্ষ দিয়ে একাধিক শাখা ক্যাম্পাস পরিচালিত হয়। এর ফলে শিক্ষক-শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়। জরুরি কোনো সিদ্ধান্তের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এছাড়া মান সম্মত শিক্ষাও নিশ্চিত করা যায় না। এ কারণে সব শাখা ক্যাম্পাসের পৃথক অনুমোদন নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, শাখা ক্যাম্পাসের বিষয়ে আইন না থাকায় স্কুল-কলেজগুলোকে নিয়মের মধ্যে আনা যাচ্ছে না। তবে নতুন নীতিমালা প্রকাশ হলে তাদের নিয়মের মধ্যে আনা যাবে। নীতিমালা প্রকাশের পর প্রতিটি শাখা ক্যাম্পাসের জন্য পৃথক ইআইআইএন নম্বর সংগ্রহ করতে হবে। কেউ নিয়ম না মানলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৩
Design & Developed BY Cloud Service BD