সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৮:৫৮ পূর্বাহ্ন
বিডিসিলেট ডেস্ক : দেশের স্কুল-কলেজের শাখা ক্যাম্পাসগুলোর জন্য পৃথক ইআইআইএন (শিক্ষাপ্রতিষ্ঠান পরিচিতি নম্বর) বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী এক মাসের মধ্যে এ সংক্রান্ত নীতিমালা প্রকাশ করা হবে।
জানা যায়, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৩’-এ এই বাধ্যবাধকতা আছে। খসড়া নীতিমালাটি অনুমোদনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্রে জানা গেছে, বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক বা অধ্যক্ষ দিয়ে একাধিক শাখা ক্যাম্পাস পরিচালিত হয়। এর ফলে শিক্ষক-শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়। জরুরি কোনো সিদ্ধান্তের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এছাড়া মান সম্মত শিক্ষাও নিশ্চিত করা যায় না। এ কারণে সব শাখা ক্যাম্পাসের পৃথক অনুমোদন নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, শাখা ক্যাম্পাসের বিষয়ে আইন না থাকায় স্কুল-কলেজগুলোকে নিয়মের মধ্যে আনা যাচ্ছে না। তবে নতুন নীতিমালা প্রকাশ হলে তাদের নিয়মের মধ্যে আনা যাবে। নীতিমালা প্রকাশের পর প্রতিটি শাখা ক্যাম্পাসের জন্য পৃথক ইআইআইএন নম্বর সংগ্রহ করতে হবে। কেউ নিয়ম না মানলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।