শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৮:২০ অপরাহ্ন

শিরোনাম ::
আমেরিকায় সড়ক দুর্ঘটনায় ছাতকের বাবা-ছেলে নিহত গ্রেফতার – ২, পূজামণ্ডপে ইসলামী সংগীত পরিবেশ ৬ মাসে কুরআন হাফেজ হলেন ইমদাদুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন চার পরিচালক নিয়োগ বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সেই পঁচাত্তর পরবর্তী পরিস্থিতিই ফিরে এসেছে আওয়ামী লীগে গাজায় স্কুলে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ২৮ মুলতানে অবিশ্বাস্য হারের পথে পাকিস্তান! ভিটামিন বি ১২ কেন গুরুত্বপূর্ণ শ্রীমঙ্গলে রিসোর্ট থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার সিলেটে বিজিবি’র অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ কোনো ভাঙনই সুখের নয়: শাকিব খান যেভাবে লুকিয়ে অন্যের ইনস্টাগ্রাম স্টোরি দেখবেন সাতদিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৫০ বাংলাদেশি




যেকোনো দূর্যোগে রোটারিয়ানরা সর্বপ্রথম এগিয়ে আসেন: মতিউর রহমান

c87b1ab0 a091 4bc2 8176 946c319170bc - BD Sylhet News




রোটারি ডিস্ট্রিক্ট-৩২৮২ এর গর্ভনর প্রকৌশলী মো মতিউর রহমান বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা অত্যন্ত জরুরি বিষয়। সম্প্রতি সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। পরিবার, প্রতিবেশী ও কমিউনিটির মধ্যে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করা না গেলে তা ভয়াবহ আকার ধারণ করবে। দেশের যে কোনো দূর্যোগে রোটারিয়ানরা র্সবপ্রথম এগিয়ে আসেন। ডেঙ্গু প্রতিরোধেও রোটারিয়ানদের অগ্রনী ভূমিকা রাখতে হবে।

সিলেটের সকল রোটারি ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আজ শনিবার (২৯ জুলাই) সকালে সিলেট সিটি কর্পোরেশন এর কনফারেন্স কক্ষে প্রোগ্রাম চেয়ার আংশুমান ভট্টাচার্জ এর সভাপতিত্বে ও এরিয়া ডিরেক্টর পিপি এ.কে.এম শামসুল হক দীপুর পরিচালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ডিজি শহিদ আহমদ চৌধুরী, ডিজি ইলেক্ট এ.এইচ.এম ফয়সাল আহমদ, সময় টিভির ব্যুরো চীফ, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির ইকু, ডিস্ট্রিক্ট ফার্স্ট লেডি সামিনা ইসলাম, শহীদ সামসুদ্দিন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার বিনায়ক ভট্টচার্য। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন সিলেট সিটি কর্পোরেশেন জনস্বাস্থ্য ও রোগতত্ত্ববিদ ডাক্তার মৃদুল গুপ্ত।

এসময় উপস্থিত ছিলেন এডিশনাল এরিয়া এডভাইজার পিপি ফয়সল করিম মুন্না, জোনাল কো-অর্ডিনেটর পিপি মো. কাউছার হোসাইন শাহিন, জোনাল কো-অর্ডিনেটর পিপি মো. আমিনুল ইসলাম, ডেপুটি গভর্নর আব্দুন নুর রুহেল, ডেপুটি গভর্নর সামছুল আমিন রাখি, এসিস্ট্যান্ট গভর্নর পিপি আব্দুল মুহিত দিদার, এসিস্ট্যান্ট গভর্নর পিপি ফারেছ আহমদ চৌধুরী, এসিস্ট্যান্ট গভর্নর পিপি আব্দুল জলিল মল্লিক, পিপি বিধুভুষন চক্রবর্তী, পিপি মো. সাহিদুল হক সুহেল, পিপি এমাদ উদ্দিন, পিপি কয়েস আহমেদ সুমন, রোটারিয়ান সাইফুল আলম। বিভিন্ন ক্লাবের ক্লাব প্রেসিডেন্টদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারিয়ান ইঞ্জিনিয়ার জাবেদ আহমদ, রোটারিয়ান আলমগীর হোসাইন, রোটারিয়ান আব্দুল্লাহ আল মামুন, রোটারিয়ান সুলতান মোহাম্মদ রাজু, রোটারিয়ান ফারুক আহমদ, ফারুক হোসাইন, রোটারিয়ান ডাক্তার আবু ইসহাক আজাদ প্রমুখ।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD