রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন
বিডি সিলেট ডেস্কঃ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস ২০২৩ উপলক্ষে “মানুষই মূখ্য। মাদককে না বলুন, শক্তিশালী প্রতিরোধ করুন।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রেরণা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯টায় নগরীর কোর্ট পয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যধি। এখন প্রত্যেকটি ঘরে ঘরে মাদক ছড়িয়ে পরেছে। যুবসমাজ আজ মাদকের কড়ালগ্রাসে ধ্বংস হয়ে যাচ্ছে। এই মরণ ব্যধি মাদক থেকে সমাজের যুব সমাজকে রক্ষা করতে হবে। মাদকের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যেতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, শেখ ফারুক আহমেদ, রাশেদুল আলম আরিফ, বিপ্লব চোধুরী প্রমুখ।