BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ২:১৬
আজকের সর্বশেষ সবখবর

ডিবি অফিসে বিএনপি’র নেতা গয়েশ্বরের মধ্যাহ্নভোজ


জুলাই ৩০, ২০২৩ ১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক::রাজধানীর ধোলাইখালে সংঘর্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি কয়েক ঘণ্টা অবস্থান করেন। তবে বিকাল হতে না হতেই বিএনপির এই নেতাকে দলীয় কার্যালয়ে নিজেদের গাড়িতে করে নামিয়ে দিয়ে যান ডিবির কর্মকর্তারা। এর আগে ডিবি কার্যালয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদের সঙ্গে দুপুরের মধ্যাহ্নভোজে অংশ নিতেও দেখা যায় গয়েশ্বর চন্দ্র রায়কে।

ডিএমপির ডিবি কার্যালয়ে অবস্থানকালে সেখানে মধ্যাহ্নভোজে অংশ নেন বিএনপি নেতা গয়েশ্বর। এরকম কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গয়েশ্বর চন্দ্র রায় এবং ডিএমপির ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ একসঙ্গে নানা প্রকার মাছ, মাংস, বিরিয়ানি ও মাল্টা, ড্রাগনসহ বিভিন্ন প্রকারের ফল দিয়ে মধ্যাহ্নভোজ করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।