শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন
বিডি সিলেট:: শোকাবহ আগস্ট ঘিরে পুরো মাসের কর্মসূচি ঘোষণা করেছে সিলেট জেলা আওয়ামী লীগ। আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালনের লক্ষে জাতীয় শোক দিবস উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির সাথে মিল রেখে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সিলেট জেলা আওয়ামী লীগ নিম্নোক্ত কর্মসূচি পালন করবে।
শোকাবহ আগস্ট মাসে জেলা আওয়ামী লীগের কর্মসূচি:-
১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে-
সূর্য উদয় ক্ষণে সিলেট জেলা আওয়ামী লীগের মির্জাজাঙ্গালের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন।
সকাল ১০:৩০ টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।
সকাল ১১ টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল এবং অসহায়, দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ।
৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ কামাল এর জন্মদিন উপলক্ষে বাদ জোহর হযরত শাহজালাল (রহ:) এর মাজার মসজিদে মিলাদ মাহফিল, দোয়া ও শিরনী বিতরণ।
৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব এর জন্মদিন উপলক্ষে বাদ আছর হযরত শাহজালাল (রহ:) এর মাজার মসজিদে মিলাদ মাহফিল, দোয়া ও শিরনী বিতরণ।
১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস উপলক্ষে বিকেল ২ টায় সিলেট জেলা পরিষদের সামনে মানববন্ধন।
২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদ দিবস উপলক্ষে বিকেল ৩ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সভা।
একইসাথে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের যথাসময়ে সকল কর্মসূচিতে অংশগ্রহণ এবং সিলেট জেলা আওয়ামী লীগের আওতাধীন সকল সাংগঠনিক শাখাসমূহে অনুরূপ কর্মসূচি গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ মজির উদ্দিন।