শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৫ অপরাহ্ন

শিরোনাম ::
সিলেটে নাট্যকর্মীদের উপর হামলার ঘটনায় ৬০ জনকে আসামি করে মামলা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে প্রদত্ত প্রধানমন্ত্রীর ভাষণের পূর্ণ বিবরণ সিলেটে নাট্যকর্মীদের উপর হামলা: রবিবার প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ সিলেটে ভাগ্নের হাতে মামা নিহত ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল পাবে ৪০ লাখ ডলার পরিবারের সবাইকে হারিয়ে আলৌকিকভাবে বেঁচে গেলো ৭ মাসের শিশু সিলেটে ছিনতাই হওয়া ৫টি টমটম উদ্ধার, গ্রেফতার ২ পানি থেকে ওঠানো সেই শিশুটি এখন সুস্থ রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ প্রস্তাব গোয়াইনঘাট পুলিশের অভিযানে ভারতীয় মদসহ মাদক কারবারী আটক ঢাকায় অতিবৃষ্টি, বিদ্যুৎস্পৃ’ষ্টে একই পরিবারের তিন-জন সহ নিহ’ত ৪ সিলেটের তৃষা চ্যানেল আই সেরাকণ্ঠে সেমিফাইনালে সিলেটে নাট্যকর্মীদের উপর হামলায় আনোয়ারুজ্জামান চৌধুরীর নিন্দা সারদা স্মৃতি ভবনে নাট্যকর্মীদের উপর হামলায় সিলেট জেলা আ’লীগের নিন্দা শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলেই দেশে উন্নয়ন হচ্ছে: এমপি মানিক




এসএসসিতে মুহিবুর রহমান একাডেমির ৫টি এ প্লালসহ শতভাগ সাফল্য

9bd56ab0 e49d 408f be8e bd0cb9d8d85a - BD Sylhet News




২০২৩ সালে সিলেট নগরীর দরগাহ এলাকায় অবস্থিত মুহিবুর রহমান একাডেমি এসএসসি ও সমমান পরীক্ষায় শতভাগ পাসের রেকর্ড গড়েছে। মুহিবুর রহমান একাডেমির থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৫৮জন শিক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ জন শিক্ষার্থী। পাসের হার শতভাগ।

আজ শুক্রবার শিক্ষাবোর্ড থেবে এ তথ্য জানা যায়।

মুহিবুর রহমান একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন জানান, এই বছর আমাদের প্রতিষ্ঠান হতে ৫টি এ প্লাস সহ শথভাগ জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন। এতে স্কুলে এসএসসিতে মোট পাশের হার শতভাগ ।

তিনি বলেন আমাদের স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া সবাই পাশ করেছে। শিক্ষার্থীদের এই ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত। এই কৃতিত্বে আমি গভর্নিং বডির চেয়ারম্যান, সকল শিক্ষার্থী, অভিভাবক ও সর্বোপরি শিক্ষকদের অভিনন্দন জানাই। আমরা আগামীতেও একই ধরনের ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করবো।

মুহিবুর রহমান একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে তাদের মিষ্টিমুখ করিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মুহম্মদ ইমদাদ, সিনিয়র সহকারী শিক্ষক অজয় কুমার তালুকদার, রাসেল আহমেদ ও পায়রা সমাজ কল্যান সংস্থার সাধারণ সম্পাদক মুছাদ্দিকুন নবী।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৩
Design & Developed BY Cloud Service BD