বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৫:৫২ পূর্বাহ্ন
বিডি সিলেট নিউজ ডটকম:: শুক্রবার(২ অক্টোবর ২০২০) বিকাল ৩ ঘটিকায় সিলেটের ফেঞ্চুগঞ্জের উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের মানিকোনা উচ্চ বিদ্যালয় ও কলেজ ও মানিকোনা দারুসুন্নাহ দাখিল মাদরাসা এবং আল আমিন জামিয়া ইসলামিয়া দাখিল মাদরাসায় এপেক্স ক্লাব অব ফেঞ্চুগঞ্জ এর উদ্যোগে জাতীয় সভাপতির ঘোষণা অনুযায়ী দেশব্যাপী এক লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়।
এপেক্স ক্লাব অব ফেঞ্চুগঞ্জের সভাপতি আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি আবুল হোসাইনের পরিচালনায় কর্মসূচি বাস্তবায়নে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ জেলা-৪ গভর্নর এপে. শাহেদুর রহমান, সদ্য অতীত জেলা গভর্নর এপেঃ ইফতেখার হোসেন মনি, জেলা ৪ সেক্রেটারী এপেঃ মোঃ নাজমুল হুদা, এপেক্স ক্লাব অব ফেঞ্চুগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি এপেঃ এহতেনান আহমদ খান, অতীত সভাপতি এপেঃ দুলাল আহমদ,সিনিয়র সহ-সভাপতি, সমাজসেবক,তরুণ আইনজীবী, হাজী জুনাব আলী ট্রাস্টের পরিচালক এপে. আবজাল হোসাইন, এপেঃ ইন্জিঃ আজহার উদ্দীন কাওসার,এপেঃ খায়রুল ইসলাম,এপেঃ জুবেদ আহমদ. আল আমিন জামেয়ার সহ-সুপারিন্টেন্ডেন্ট মাওলানা হাবিবুর রহমান,সুলতানপুর জামে মসজিদের খতিব মাওলানা হোসাইন আহমেদ, মানিক কোনা দারুসসুন্নাহ মাদ্রাসার সহ.শিক্ষক আবুল হোসাইন, আবু তাহের মুন্না, আবু সাইদ সহ উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের বিশিষ্ট মুরব্বিরা উপস্থিত ছিলেন।