বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৪:৫৮ পূর্বাহ্ন
বিডি সিলেট ডেস্ক:: সিলেটের গোয়াইনঘাটে গরুচোর সন্দেহে গ্রামবাসীর গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৮জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের উনাই হাওড়ে এ ঘটনা ঘটে।নিহত যুবকের নাম সালেহ আহমদ (২৫)।তিনি উপজেলার হাইডর গ্রামের আলাউদ্দিনের পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক।
পুলিশ জানায়, সালেহ আহমদ আন্তঃজেলা গরু চোর দলের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে থানায় ৬টি মামলাসহ একটি চুরি মামলার ওয়ারেন্ট মুলতবি আছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উনার হাওরে লাবু, আলীরগ্রাম এবং দেওয়ারগ্রামের লোকজন সালেহ আহমদকে ডাকাত সন্দেহে গণপিটুনি দেয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং প্রাথমিক চিকিৎসা শেষে সালেহ আহমদকে উন্নত চিকিৎসার জন্য গোয়াইনঘাট থানা পুলিশ এবং স্থানীয় লোকজনের মাধ্যমে সরকারি অ্যাম্বুলেন্সযোগে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালের পৌঁছালে কর্তব্যরত ডাক্তার সালেহ আহমদকে মৃত ঘোষণা করেন।
এদিকে, ঘটনাস্থল থেকে একটি ইঞ্জিন চালিত নৌকা, ১১ বস্তা কাপড় ও দুইটি রামদা উদ্ধার করা হয়।
সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক জানান, ঘটনার মূল রহস্য উদঘাটনেসহ আইনগত ব্যবস্থা গ্রহণে গোয়ানঘাট থানা তৎপর রয়েছে বলে তিনি জানান।