BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১১:০২
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে ছাত্রলীগের দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি


জুলাই ২৭, ২০২৩ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নবীগঞ্জ প্রতিনিধি : ইউনিয়ন কমিটি গঠন নিয়ে ছাত্রলীগের দুটি পক্ষ একই স্থানে সম্মেলন করার ঘোষণা দেওয়ায় হবিগঞ্জের নবীগঞ্জ শহরে উত্তেজনা বিরাজ করছে। আগামীকাল বৃহস্পতিবার এই সম্মেলন ডেকেছে উপজেলা ছাত্রলীগের দুই পক্ষ।

একই স্থানে কর্মসূচি পালন করা থেকে বিরত থাকতে প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ সত্ত্বেও বুধবার সন্ধ্যা পর্যন্ত কর্মসূচি থেকে সরে আসেনি কোনো পক্ষই। এতে দুই পক্ষের মধ্যে সংঘাত বেধে যাওয়ার শঙ্কায় শহরে উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ দুই গ্রুপে বিভক্ত। একটি পক্ষের নেতৃত্ব দিচ্ছেন জেলা কমিটি কর্তৃক অনুমোদিত কমিটির আহ্বায়ক নাজিমুদ্দৌলা চৌধুরী (নাজিম) ও প্রথম যুগ্ম আহ্বায়ক সজীব খান। অন্যদিকে কেন্দ্রীয় কমিটি থেকে অনুমোদনপ্রাপ্ত দাবি করে আরেকটি পক্ষের নেতৃত্ব দিচ্ছেন কমিটির আহ্বায়ক জাহিদুল ইসলাম রুবেল ও প্রথম যুগ্ম আহ্বায়ক জয় আহমেদ। উভয় পক্ষই উপজেলার ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষে ২৭ জুলাই সম্মেলনের আয়োজন করে।

প্রথম নাজিম গ্রুপ উপজেলার শেরপুর রোডের হাজারী সেন্টারে সম্মেলনের ঘোষণা দিলে একই স্থানে সমাবেশ ডাকে জাহিদ গ্রুপ। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে উভয় পক্ষ কর্মসূচি থেকে সরে আসে। বর্তমানে উভয় পক্ষ উপজেলা ডাকবাংলোতে তাদের কর্মসূচি পালনের ঘোষণা দেওয়ায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

কেন্দ্রীয় কমিটির অনুমোদিত কমিটির আহ্বায়ক দাবিদার জাহিদুল ইসলাম রুবেল বলেন, ‘আমরা ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষে নেতাকর্মীর কাছ থেকে সভাপতি-সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে প্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ ও জমাদানের অনুষ্ঠানের ঘোষণা দিলে নাজিমুদ্দৌলা গ্রুপ একই স্থানে কর্মসূচির ঘোষণা দেয়। কাজেই নাজিমুদ্দৌলা চৌধুরীর কমিটি যে স্থানেই যে সময় কর্মসূচি দেবে আমরাও একই সময়ে সেখানে কর্মসূচি পালনের প্রস্তুতি নিয়েছি।’

এ ব্যাপারে নাজিমুদ্দৌলা চৌধুরী বলেন, ‘আমাদের কর্মসূচি নির্ধারিত সময়ে যথাস্থানেই পালন করা হবে। তাদের কমিটির কোনো অনুমোদন নেই। আমাদের কমিটি কেন্দ্রের অনুমতিক্রমে জেলা কমিটি অনুমোদন দিয়েছে।’

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন জানান, তাদের অনুমোদিত কমিটির নেতৃত্বে রয়েছেন নাজিমুদ্দৌলা ও সজীব খান। জাহিদ-জয় কমিটির কোনো অনুমোদন নেই।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমদ বলেন, ছাত্রলীগের দুই পক্ষকে একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি পালন থেকে বিরত থাকতে বলা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে পুলিশ সতর্ক রয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।