শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৮:৪০ অপরাহ্ন
বিনোদন ডেস্ক : ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং অপু বিশ্বাসের সম্পর্ক ভেঙে গিয়েছিল। দুজনেই ইঙ্গিত দিয়েছেন আবার জোড়া লাগছে তাদের সম্পর্ক। সম্প্রতি তাদের দেখা গিয়েছে যুক্তরাষ্ট্রের রাস্তায়। এবার কানাডায় অবস্থান করছেন তারা। সঙ্গে ছিলেন এই জুটির একমাত্র সন্তান আব্রাহাম খান জয়।
অপু তার ফেসবুক পেজে লাইভে বিষয়টি নিশ্চিত করেন। সোমবার বাংলাদেশের স্থানীয় সময় সকাল ৮টার দিকে ফেসবুক লাইভে আসেন তিনি।
কানাডার একটি পার্কে ‘ফায়ার ওয়ার্ক’ প্রদর্শনীর সময় লাইভে আসেন তিনি। ৩ মিনিট ১৫ সেকেন্ডের ওই লাইভে অপুকে দেখা গেলেও দেখা যায়নি শাকিব কিংবা জয়কে। তবে বাবা-ছেলের কথোপকথন নেপথ্যে শোনা যাচ্ছিল।
তবে ভক্তরা এ সময় কানাডার সেই ‘ফায়ার ওয়ার্ক’ দেখার চেয়ে ভিডিওতে শাকিব আর ছেলে জয়ের কথোপকথনেই বেশি গুরুত্ব দেয়। মন্তব্যের ঘরে বেশিরভাগ ভক্তই লিখেছেন- আপনার পাশে কিং খানের গলা শোনা যাচ্ছে। অনেক নেটিজেন আবার জানিয়েছেন- এই জুটির জন্য শুভকামনা আর ভালোবাসা।
এর আগে ‘প্রিয়তমা’ মুক্তির পরই যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব খান। এর কয়েক দিন পরই যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে এরাপোর্টে ধরা দেন ‘লাল শাড়ির’ অপু বিশ্বাস; সঙ্গে ছিল ছেলে আব্রাহাম খান জয়। তখনই ধারণা করা হয়েছিল শাকিবের কাছেই যাচ্ছেন তারা।