বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৫:১৫ পূর্বাহ্ন

শিরোনাম ::
সিলেটে যুব মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত ও জেলা শাখা পুনর্গঠন বড়লেখায় নিসচার উদ্যোগে সড়কে শৃঙ্খলা ফেরাতে সচেতনতামূলক ক্যাম্পেইন সিলেটে বর্ণিল আয়োজনে দৈনিক আমাদের সময়ের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সিলেটে কাল শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ সংলাপ শেখ হাসিনার বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিবে যুবলীগ : ভিপি শামীম খালেদা জিয়ার সুস্থতা ও জিকে গউছ এর মুক্তি কামনায় দরগাহ দোয়া মাহফিল জৈন্তাপুরে ‘মোটরসাইকেলসহ চুর’ গ্রেফতার ১ প্রেমিককে ভিডিও কলে রেখে কলেজছাত্রীর আত্মহত্যা সিলেটে ক্রাশার মেশিন থেকে পাথর ছিটকে পড়ে শ্রমিক নিহত শিশু ও কিশোর-কিশোরীদের খেলাধুলা পরিদর্শনে কানাডার হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারী ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান করুন: সংগ্রাম পরিষদ ছাতকে পৃথক অভিযানে আড়াই কোটি টাকার চালান জব্দ, গ্রেফতার ১৫ ভূমিকম্প নিয়ে আতংক নয় সচেতন হতে হবে: বিভাগীয় কমিশনার সিলেটে ফুটবল খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে শি শু র মৃ ত্যু যেকোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত রাখতে হবে: প্রধানমন্ত্রী




পাসপোর্টে বয়স কমিয়ে বিপাকে কুয়েতে বাংলাদেশী প্রবাসীরা

04 202305082022501 20230724154743 - BD Sylhet News




বিডিসিলেট ডেস্ক : কুয়েতে পাসপোর্টের তথ্য সংশোধন ও বয়স কমিয়ে বিপাকে পড়েছেন বাংলাদেশি প্রবাসীরা। সংশ্লিষ্টরা জানান, কুয়েত সরকার আকামা সংক্রান্ত একটি আইন করেছে। এর ফলে সাধারণ প্রবাসীদের বয়স ৬০ বছরের বেশি হলে আকামা নবায়ন করা যাচ্ছে না। এ অবস্থায় আতঙ্কিত হয়ে পড়েছেন অনেক প্রবাসী।

প্রবাসীদের সঙ্গে কথা বলে জানা যায়, পাসপোর্টের বয়স বাড়িয়ে আগে কুয়েতে এসেছেন এমন প্রবাসীরা নতুন জন্মনিবন্ধন করে নিজেদের পাসপোর্টের বয়স সংশোধন করছেন। সংশোধিত নতুন পাসপোর্টে আকামা লাগানোর পরে কুয়েতের সিভিল আইডিতে পূর্বের জন্মতারিখ আসছে। পাসপোর্ট এবং কুয়েতের সিভিল আইডির জন্ম তারিখ ভিন্ন হওয়ায় ছুটিতে দেশে যাওয়া-আসায় ইমিগ্রেশনে ভোগান্তিতে পড়তে হয় কি না- এমন দুশ্চিন্তার মধ্যেও রয়েছেন পাসপোর্টের তথ্য সংশোধন করা প্রবাসীরা।

কুয়েতে বাংলাদেশ বিমানের স্টেশন ম্যানেজার মোহাম্মাদ শাহজাহান বলেন, আমাদের এয়ারলাইন্সে এখন পর্যন্ত বয়সের গরমিল নিয়ে ইমিগ্রেশনে আটকে রেখেছে- এরকম কোনো যাত্রী পাইনি। তবে পাসপোর্টের বয়সের সঙ্গে ব্যক্তির চেহারার অতিরিক্ত ব্যবধান হলে সেটা তখন ভিন্ন কথা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, বিশেষ প্রয়োজন না হলে পাসপোর্টের কোনো তথ্য বা বয়স সংশোধন না করাই ভালো। হয়ত ভাগ্য খারাপ হলে যাওয়া-আসার সময় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারেন প্রবাসীরা। তখন সময়মতো সুপারিশ করার মতো ব্যবস্থা না থাকলে ভোগান্তিতে পড়তে হতে পারে।

কুয়েতে পাসপোর্টে তথ্য সংশোধন করা প্রবাসীদের একজন ঢাকার গাজীপুরের আব্দুস সাত্তার। ইমিগ্রেশনে সমস্যায় পড়তে হয় কি না- এই চিন্তায় স্ট্রোক করেছেন। তিনি বর্তমানে দেশটির মোবারক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ প্রবাসী জানান, তার নতুন আকামা লাগানোর পরে সিভিল আইডিতে বয়স সংশোধন হয়নি। পরে তার অনুরোধে কুয়েতের বিভিন্ন দপ্তরে ঘুরেন নিয়োগদাতা। কিন্তু আইনের বাধ্যবাধকতার কারণে বয়স ঠিক হয়নি। এটা সংশোধন করা ঝামেলা। তবে এতটুকু আশ্বস্ত করা হয়েছে যে যাওয়া-আসায় কোন সমস্যা হবে না।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৩
Design & Developed BY Cloud Service BD