শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৯:৫৩ অপরাহ্ন

শিরোনাম ::
বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪ আমেরিকায় সড়ক দুর্ঘটনায় ছাতকের বাবা-ছেলে নিহত গ্রেফতার – ২, পূজামণ্ডপে ইসলামী সংগীত পরিবেশ ৬ মাসে কুরআন হাফেজ হলেন ইমদাদুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন চার পরিচালক নিয়োগ বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সেই পঁচাত্তর পরবর্তী পরিস্থিতিই ফিরে এসেছে আওয়ামী লীগে গাজায় স্কুলে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ২৮ মুলতানে অবিশ্বাস্য হারের পথে পাকিস্তান! ভিটামিন বি ১২ কেন গুরুত্বপূর্ণ শ্রীমঙ্গলে রিসোর্ট থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার সিলেটে বিজিবি’র অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ কোনো ভাঙনই সুখের নয়: শাকিব খান যেভাবে লুকিয়ে অন্যের ইনস্টাগ্রাম স্টোরি দেখবেন সাতদিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি




এমবাপ্পের জন্য সৌদির ৬০০ মিলিয়নের প্রস্তাব

mbappe samakal 64bbeac87a536 - BD Sylhet News




স্পোর্টস ডেস্ক : কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছাড়ার সন্নিকটে। প্রাক মৌসুমের প্রীতি ম্যাচ খেলতে জাপান সফরে যাচ্ছে ফ্রান্স ক্লাব পিএসজি। ওই সফরে যেতে চাইলেও এমবাপ্পেকে নিচ্ছে না পিএসজি কর্তৃপক্ষ। তাকে দল থেকে বাদ দিয়েছে পিএসজি বোর্ড।

এতে করে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে। পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করবেন না এমবাপ্পে। সেজন্য প্যারিসের ক্লাবটি দলের বাইরে রেখেছে তাকে। আসন্ন মৌসুমেই তাকে বিক্রি করে দিতে চায় ক্লাবটি। সেজন্য বাজারেও তুলেছে।

এমবাপ্পের সম্ভাব্য গন্তব্য সান্তিয়গো বার্নাব্যু। রিয়াল মাদ্রিদে যোগ দিতে চান এই ফ্রান্স স্ট্রাইকার। তবে অন্য ক্লাবও তাকে কেনার আগ্রহ প্রকাশ করেছে। সংবাদ মাধ্যম ফ্যাবরিকা হাউকিনসের মতে, প্রিমিয়ার লিগের চেলসি এবং সৌদি আরবের ক্লাব আল হিলাল এমবাপ্পেকে কিনতে প্রস্তুত।

এর মধ্যে চেলসি এমবাপ্পের জন্য ২০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে বলে দাবি করেছে ফ্যাবরিকা। তবে আল হিলালের প্রস্তাব ‘আকাশ ছোঁয়া’। ২৪ বছরের তরুণের জন্য পিএসজিকে ২০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে তারাও। তবে এমবাপ্পেকে দিয়েছে ‘লোভনীয়’ প্রস্তাব। দুটি বিশ্বকাপ ফাইনাল খেলা তরুণকে ৪০০ মিলিয়ন ইউরো বেতন দিতে চেয়েছে।

তবে তরুণ এমবাপ্পেকে এখনই অর্থ দিয়ে কেনা যাবে না। সেটা হলে পিএসজিতেই থেকে যেতেন তিনি। কারণ বর্তমানে পিএসজি থেকে বছরে ৭৩ মিলিয়ন ইউরো বেতন পান এমবাপ্পে। কাতারি অর্থে চলা ফ্রান্স ক্লাবটি এমবাপ্পেকে ১০ বছরের নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে। যেখানে প্রতি মৌসুমে ১০০ মিলিয়ন অর্থাৎ ১০ বছরে এক বিলিয়ন ইউরো বেতন পাবেন তিনি।

ওই প্রস্তাবও নাকোচ করে দিয়েছেন এমবাপ্পে। পিএসজি বোর্ডকে তিনি জানিয়ে দিয়েছেন, অর্থ কোন বিষয় নয়। এমন কোন ক্লাবে তিনি যেতে চান যেখানে দলীয় শিরোপার সঙ্গে ব্যক্তিগত অর্জনের ঝুলি ভরবে। এমবাপ্পের ইঙ্গিত পরিষ্কার। তিনি চ্যাম্পিয়ন্স লিগ ও ব্যালন ডি’ অরের স্বপ্নে বিভোর।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD