শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৯:১৩ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : বয়স কেবল ১৯ ছুঁইছুঁই। এই বয়সেই পাকিস্তানের হয়ে ৩০টি আন্তর্জাতিক টি-২০ খেলে ফেলেছেন আয়েশা নাসিম। চারটি ওয়ানডেও খেলেছেন ২০২১ সালের জুনে মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক অভিষেক হওয়া আয়েশা।
ক্রিকেটে তার অনেক দূর যাওয়ার ছিল। কিন্তু হুট করে বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন তিনি। কারণ হিসেবে উল্লেখ করেছেন ইসলাম অনুসরণ করে জীবনযাপন করতে চাওয়ার কথা।
পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) তার অবসর নেওয়ার বিষয়টি জানিয়ে দিয়েছেন আয়েশা নাসিম। পিসিবিকে তিনি বলেছেন, ‘আমি ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি এবং ইসলামের নীতি অনুসরণ করে জীবন পরিচালনা করতে চাই।’
আয়েশা নাসিম ৩০ টি-২০ খেলে ৩৬৯ রান করেছেন। তার সর্বোচ্চ ইনিংস ৪৫। তবে দারুণ প্রতিভাবান মনে করা হতো তাকে। চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার মারা একটি ছক্কা টুইট করে ওয়াসিম আকরাম লিখেছিলেন, ‘জেনুইন ট্যালেন্ট।’