শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১০:০৫ অপরাহ্ন
বিডি সিলেট ডেস্ক:: সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের বদলি জনিত উপলক্ষে বুধবার (১৯ জুলাই) বিকেলে জেলা পরিষদের সম্মেলন কক্ষে সিলেট জেলা পরিষদের উদ্যোগে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো: নাসির উদ্দিন খান এর সভাপতিত্বে এবং সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মতিউর রহমান, প্যানেল চেয়ারম্যান-২ মস্তাক আহমদ পলাশ, সদস্য মাওলানা মোছাদ্দিক আহমদ, এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, মো. আব্দুল হামিদ, জেলা পরিষদের প্রধান সহকারী দেলওয়ার হোসেন জোয়ারদার প্রমুখ।
এসময় জেলা পরিষদের অন্যান্য সদস্য ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।