রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৭:৩০ পূর্বাহ্ন
মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানের কাছে পাহাড়ের ভেতর থেকে বাবুল মিয়া নামের এক যুবকের বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) বেলা আড়াইটার দিকে বাবুলের মরদেহ উদ্ধার করে মাধবপুর থানা পুলিশ।
নিহত বাবুল মিয়া ইটাখোলা মুড়াপাড়া গ্রামের সাহেব আলী সর্দারের ছেলে।
পুলিশ জানান, ৪ দিন আগে (১৪ জুলাই) বাবুল মিয়া গরু চড়াতে পাহাড়ে গিয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করে বাবুলের কোনো সন্ধান না পাওয়ায় গতকাল (১৭ জুলাই) তার পরিবারের পক্ষ থেকে মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় লোকজন চা বাগানের কাছে পাহাড়ে একটি মুখবন্ধ বস্তা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
মাধবপুর থানার সাব ইন্সপেক্টর মানিক কুমার সাহা জানান, ‘চা বাগানের অভ্যন্তরে ১০ কিলোমিটার দূরের গভীর অরণ্যে মরদেহ পাওয়া গেছে।তবে এই মুহূর্তে আর কিছু বলা যাচ্ছে না।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।তিনি জানান এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।