বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০২:২৪ পূর্বাহ্ন
ফারুক আস্তানা, দক্ষিণ আফ্রিকা থেকে : দক্ষিণ আফ্রিকায় সিলেট অঞ্চলের প্রবাসীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্য নিয়ে গ্রেটার সিলেট নামে একটি আঞ্চলিক সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। রোববার (১৬ জুলাই) জোহানসবার্গের ফোসডসবার্গে একটি হলরুমে এ আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আবুল কাসেমের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাহমুদ আহমেদ, আহমেদ কবির এবং ওমর ফারুক। প্রবাসীদের মধ্যে ঐকবদ্ধতা গড়ে তুলে নিজেদের সামাজিকভাবে শক্তিশালী করার আহ্বান জানান বক্তারা।
উপস্থিত সিলেট অঞ্চলের প্রবাসীদের সমর্থনে সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী, সহ-সভাপতি মাহমুদ আহমেদ, সহ-সভাপতি সাইদ আহমদ, সাধারণ সম্পাদক অ্যাড. আফরোজ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক কবির আহমেদ, ওমর ফারুক, ফজলুল করিম, আব্দুল লতিফ খালেদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কাসেম, সহকারী সাংগঠনিক সম্পাদক, মুনির আহমেদ, শাহিন আহমেদ, আব্দুর রহিম, নোমান আহমেদ, ইকবাল জাহাঙ্গীর, বাদল হোসেন, কোষাধ্যক্ষ রতন উদ্দিন, আব্দুল হাকিম, জবরুল ইসলামসহ ৫০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।