রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম ::
মায়ের সামনে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ছেলেকে নি’র্যা’ত’ন সিলেটে গাড়ির মালিককে ছিনতাইকারী সাজিয়ে গ্রে’ফ’তা’র ৬ দিন থেকে কলেজছাত্রী নি*খোঁ*জ! সুনামগঞ্জে মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জে গাড়ি আটকিয়ে ডাকাতির চেষ্টা, আটক ৩ ডেনমার্কে প্রথমবারের মতো কোরআন অবমাননায় মামলা মাধবপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার আরবের জাতীয় সংগীতের সুর করবেন মার্কিন শিল্পী! সাবালেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি কিস ঢাবির ভ‌র্তি প‌রীক্ষায় ‘না‌তি-নাত‌নি’ কোটা বাদ সৌদি আরবে ২২ হাজার প্রবাসী গ্রেফতার চেয়ারম্যান-মেয়র হতে লাগবে স্নাতক ডিগ্রি সীমান্তে বিএসএফের গুলির ঘটনায় বিজিবির প্রতিবাদ মা-ছোট ভাইয়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা




আফগানরা থামল ১১৬ রানে, বাংলাদেশ টাইগারদের দরকার ১১৯

1689519826.inings - BD Sylhet News




স্পোর্টস ডেস্ক : সিলেটে দ্বিতীয় ও শেষ টি-২০ ম্যাচেও বৃষ্টির বাধা ছিল। টস জিতে বোলিং নেওয়া দলকে শুরুতে দুই সাফল্য এনে দেন তাসকিন। বৃষ্টির পর সাকিব নেন দুই উইকেট। ১১ ওভারে পাঁচ উইকেটে ৬৭ রান তুলেছিল সফরকারীরা।

ওই ধাক্কা সামলে ১৭ ওভারে নেমে আসা ম্যাচে ৭ উইকেট হারিয়ে ১১৬ রান তুলেছে আফগানিস্তান। বৃষ্টি আইনে বাংলাদেশ জয়ের জন্য পেয়েছে ১১৯ রানের লক্ষ্য।

ব্যাট করতে নেমে শুরুতে আফগান ওপেনার গুরবাজ ও জাজাইকে তুলে নেন তাসকিন। তারা যথাক্রমে ৮ ও ৪ রান যোগ করেন। বৃষ্টির পর মুস্তাফিজ তুলে নেন মোহাম্মদ নবীকে। তিনি ১৬ রানের ইনিংস খেলেন।

এরপর সাকিবের বলে আউট হন ইব্রাহিম জাদরান। তার ব্যাট থেকে আসে ২২ রান। একটি চার ও একটি ছক্কা তোলেন তিনি। নাজিব জাদরানকেও (৫) সাজঘরে পাঠান সাকিব। এরপর আজমতুল্লাহ ওমরজাই ও করিম জানাত দারুণ ব্যাটিং শুরু করেন।

ওমরজাই-এর ব্যাট থেকে আসে ২১ বলে ২৫ রানের ইনিংস। দুটি চার ও দুটি ছক্কা তোলেন এই পেস অলরাউন্ডার। অন্য পেস অলরাউন্ডার করিম জানাত ১৫ বলে ২০ রানের ইনিংস খেলেন। একটি করে চার ও ছক্কা তোলেন তিনি।

বাংলাদেশ দলের হয়ে তাসকিন আহমেদ ৪ ওভারে ৩৩ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। স্পিনার নাসুম দুর্দান্ত বোলিং করেছেন। উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়েছেন তিনি। পেসার হাসান মাহমুদ ৩ ওভার হাত ঘুরিয়ে ২০ রান দিয়ে উইকেট শূন্য থাকেন। সাকিব ৩ ওভার বোলিং করে ১৫ রান দিয়ে নেন দুই উইকেট। এছাড়া মুস্তাফিজুর রহমান ৩ ওভারে ৩০ রান দিয়ে দুই উইকেট নেন।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, আফিফ হোসেন, নাজমুল শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারি, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: হযরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, কারিম জানাত, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর, ওয়ফার মোহাম্মদ, ফজলহক ফারুকি।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD