শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৯:০৮ অপরাহ্ন
স্পোর্টস প্রতিবেদক : টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে আফগানিস্তানের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও হযরতুল্লাহ জাজাইকে আউট করেছেন পেসার তাসকিন আহমেদ। এরপর বৃষ্টিতে খেলা আপাতত বন্ধ আছে।
আফগানিস্তান ৭.২ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৯ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা ইব্রাহিম জাদরান ও মোহাম্মদ নবী ১১ করে রান যোগ করেছেন। এর আগে গুরবাজ ৮ ও জাজাই ৪ রান করে আউট হয়েছেন।
সিলেটে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ২ উইকেটে জিতেছে বাংলাদেশ। এবার স্বাগতিকদের সামনে আফগানদের বিপক্ষে প্রথম টি-২০ সিরিজ জয়ের সুযোগ
বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকা এই ম্যাচে বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন এসেছে। ওপেনার রনি তালুকদারের জায়গায় খেলছেন আফিফ হোসেন। পেসার শরিফুলকে বিশ্রাম দিয়ে নেওয়া হয়েছে হাসান মাহমুদকে। আফগানিস্তানের একাদশে ঢুকেছেন পেসার ওফাদার মোহাম্মদ।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, আফিফ হোসেন, নাজমুল শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারি, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: হযরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, কারিম জানাত, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর, ওয়ফার মোহাম্মদ, ফজলহক ফারুকি।