বিডিসিলেট ডেস্ক : সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নের তরুণ উলামায়ে কেরামের তত্বাবধানে পরিচালিত ইসলামী ও সামাজিক সংগঠন আল-ইখওয়ান ইসলামী যুব পরিষদের মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি অব্যাহত রয়েছে।
সংগঠনটি চলিত মাসের শুরু থেকে ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদরাসা, স্কুলসমূহে নানা প্রজাতির বৃক্ষ রোপণ করছে। ইতোমধ্যে প্রথম ও ২য় দফায় সংগঠনটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলির সদস্য হাফেজ মাওলানা ফখরুল ইসলাম, মুফতি ফারুক আহমদ, সহ-সভাপতি মুফতি তামীম আহমদ সাহেব, সহ-সভাপতি মুফতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আলী আসগর, যুগ্ম সম্পাদক মাও. আবদুল আহাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা উমর ফারূক সাহেব, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নিয়ামত উল্লাহ সাহেব, সমাজকল্যাণ সম্পাদক মাও. মুহা. আলী রায়হায়, প্রচার সম্পাদক মাওলানা আবুল হোসাইন, ত্রাণ বিষয়ক সম্পাদক মাওলানা কামিল হোসাইন প্রমুখ।