BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৮
আজকের সর্বশেষ সবখবর

আল ইখওয়ান ইসলামী যুব পরিষদের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি


জুলাই ১৬, ২০২৩ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নের তরুণ উলামায়ে কেরামের তত্বাবধানে পরিচালিত ইসলামী ও সামাজিক সংগঠন আল-ইখওয়ান ইসলামী যুব পরিষদের মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি অব্যাহত রয়েছে।

সংগঠনটি চলিত মাসের শুরু থেকে ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদরাসা, স্কুলসমূহে নানা প্রজাতির বৃক্ষ রোপণ করছে। ইতোমধ্যে প্রথম ও ২য় দফায় সংগঠনটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলির সদস্য হাফেজ মাওলানা ফখরুল ইসলাম, মুফতি ফারুক আহমদ, সহ-সভাপতি মুফতি তামীম আহমদ সাহেব, সহ-সভাপতি মুফতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আলী আসগর, যুগ্ম সম্পাদক মাও. আবদুল আহাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা উমর ফারূক সাহেব, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নিয়ামত উল্লাহ সাহেব, সমাজকল্যাণ সম্পাদক মাও. মুহা. আলী রায়হায়, প্রচার সম্পাদক মাওলানা আবুল হোসাইন, ত্রাণ বিষয়ক সম্পাদক মাওলানা কামিল হোসাইন প্রমুখ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।