BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:৫০
আজকের সর্বশেষ সবখবর

নিউইয়র্কে ছেলেকে নিয়ে একসঙ্গে ঘুরছেন শাকিব-অপু বিশ্বাস


জুলাই ১৫, ২০২৩ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : বর্তমানে বাংলা সিনেমার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শাকিব খান। কারণ ঈদে মুক্তি পাওয়া তার ‘প্রিয়তমা’ সিনেমা ভালো ব্যবসা করছে। গতকাল শুক্রবারও (১৪ জুলাই) দেশ-বিদেশের বিভিন্ন সিনেমা হলে হাউসফুল গেছে সিনেমাটি। এদিকে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে দাম্পত্য বিচ্ছেদ ভুলে আবারও এক হচ্ছেন শাকিব খান ও অপু বিশ্বাস।

এ নিয়ে শাকিবের কোনো বক্তব্য দেখা না গেলেও সংবাদমাধ্যমে দেওয়া অপুর বেশ কিছু সাক্ষাৎকার সেই গুঞ্জনকে আরো উসকে দেয়। এবার সেই গুঞ্জন আরো জোরালো হলো দুজনকে একসঙ্গে দেখে।

এই মুহূর্তে শাকিব-অপু দুজনই রয়েছেন যুক্তরাষ্ট্রে। তবে অবাক হওয়ার মতো বিষয় হলো দুজনকে একসঙ্গে দেখা গেছে নিউ ইয়র্কের রাস্তায়।

নিউ ইয়র্কে শাকিব-অপুর ঘোরাঘুরির একটি ভিডিও ক্লিপ অনলাইনে প্রকাশ হয়েছে। সেই ভিডিওতে দেখা যায়, নিউ ইয়র্কের ম্যাকডোনাল্ডস থেকে ছেলে জয়ের হাত ধরে বের হয়ে আসছেন শাকিব খান, সঙ্গে আছেন অপুও। এরপর তারা রাস্তা পার হয়ে এসে পার্কিংয়ে থাকা কালো গাড়িতে ওঠেন এবং বাসার উদ্দেশে চলে যান। আরেকটি ভিডিওতে দেখা গেছে, বেশ ফুরফুরে মেজাজে গাড়ি চালাচ্ছেন শাকিব।

ঠিক তার পাশের আসনে বসে আছেন অপু। আর পেছনের আসনে বসা তাদের সন্তান আব্রাহাম খান জয়। নিউ ইয়র্কের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে একটি সংবাদমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে জয়সহ সেখানে পৌঁছান অপু। সেদিন রাতে এবং শুক্রবার শাকিব-অপু এবং তাদের সন্তান জয়কে একসঙ্গে নানা জায়গায় ঘুরতে দেখা গেছে। গত ২ জুলাই যুক্তরাষ্ট্রে গেছেন শাকিব।

এদিকে শাকিবের যাওয়ার ঠিক দুই সপ্তাহের মধ্যে ১৩ জুলাই রাতে ছেলে জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে যান অপু। জানা গেছে, যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে অংশ নিতে গেছেন অপু।

২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব-অপু। ২০১৭ সালের ১০ এপ্রিল সন্তানসহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু বিশ্বাস। তিনি জানান, ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে তাদের সন্তান জয়ের জন্ম হয়। ক্যারিয়ারের কথা চিন্তা করেই বিয়ে ও সন্তানের বিষয়টি গোপন রাখেন শাকিব-অপু। এরপর বিভিন্ন অভিযোগে তিক্ত হয়ে ওঠে শাকিব-অপুর সংসার। অনেক জল ঘোলা হওয়ার পর ২০১৭ সালের ২২ নভেম্বর বিচ্ছেদের আবেদন করেন শাকিব খান। এটি কার্যকর হয় ২০১৮ সালের ১২ মার্চ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।