বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০২:৫৮ পূর্বাহ্ন
খলিল চৌধুরী, সৌদি আরব থেকে : সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে আরও ১০ বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত তিনদিনে হৃদরোগে আক্রান্ত হয়ে মক্কা ও মদিনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। মৃতদের মধ্যে ৮ জন পুরুষ ও ২ জন নারী।
মারা যাওয়া হাজিরা হলেন, সিরাজগঞ্জের হাফেজুর রহমান মাস্টার (৬৮), জয়পুরহাটের এমডি আবদুর রহিম (৫২), যাত্রাবাড়ির আবুল কালাম (৫৬), রাজধানীর উত্তরার মাসুম সিরাজুল ইসলাম (৭৩), নোয়াখালি জেলার বেগমগঞ্জের আবদুল মালেক (৭১), চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার সাইফু (৫৭), চুয়াডাঙ্গার মো. একরামুল হক (৭১) এবং নওগাঁর মো. রফিকুল আলম। রাজধানীর মেরুল বাড্ডা এলাকার বিলকিস নাহার ও নারায়ণগঞ্জের রহিমা বেগম (৫২)।
চলতি বছরের হজ পালন করতে এসে এ পর্যন্ত দেশটির মক্কায় ৮৬ জন, মদিনায় ৫ জন, জেদ্দায় ১ জন, মিনায় ৭ জন, মুজদালিফায় ১ জন ও আরাফায় ২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭৯ জন পুরুষ ও ২৫ জন নারী।