শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৩:০৫ পূর্বাহ্ন
বিডি সিলেট নিউজ ডটকম::জাতীয় সভাপতির ঘোষণা অনুযায়ী দেশব্যাপী এক লক্ষ বৃক্ষরোপন কর্মসূচির আওতায় সিলেটে এপেক্স ক্লাব অব গ্রীণ হিলসের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২০) বিকাল ৩টায় সিলেট সুবিদবাজারস্থ হলিসিটি পাবলিক স্কুল এন্ড কলেজে এপেক্স ক্লাব অব গ্রীণ হিলস’র উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, এপেক্স বাংলাদেশ জেলা-৪ গভর্নর এপে. শাহেদুর রহমান, ক্লাব সভাপতি এপে. এড. মানিক উদ্দিন, সিনিয়র সহসভাপতি এপে. শাহ মো. লোকমান আলী, জুনিয়র সহসভাপতি এপে. কৃষিবিদ এ. কে. আজাদ ফাহিম, সেক্রেটারী এপে. এড. আব্দুল্লাহ আল হেলাল প্রমূখ।