শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৮:৫৯ অপরাহ্ন
বিডিসিলেট ডেস্ক : ‘আওয়ামী লীগের এক দফা, শেখ হাসিনাকে রেখেই নির্বাচন’ বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপির এক স্বপ্ন মারা গেছে, আরেক স্বপ্ন দেখছে। কী স্বপ্ন দেখছে? শেখ হাসিনার পদত্যাগ। আমাদের এক দফা, সংবিধানসম্মত নির্বাচন।
আমাদের এক দফা, শেখ হাসিনাকে রেখেই নির্বাচন।’ বুধবার (১২ জুলাই) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপির এক দফা হলো শেখ হাসিনার পদত্যাগ। আর আমাদের এক দফা শেখ হাসিনাকে ছাড়া নির্বাচন হবে না।
বিএনপি জানে নির্বাচন হলে তারা হেরে যাবে। শেখ হাসিনার জনপ্রিয়তার কাছে ভেসে যাবে।’
আওয়ামী লীগও সুষ্ঠু নির্বাচন চায় দাবি করে কাদের বলেন, ‘আপনারা (বিদেশিরা) চান অবাধ সুষ্ঠু নির্বাচন। আমরাও সেটা চাই।
সেই সুষ্ঠু নির্বাচনে বাধা দিতে এলে প্রতিহত করব।’ এদিকে সরকারের পদত্যাগ, জাতীয় সংসদের বিলুপ্তি, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে এক দফা ঘোষণা করেছে বিএনপি।
আজ বুধবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে আয়োজিত মহাসমাবেশ থেকে এ ঘোষণা দিয়ে বলেন, অবৈধ কর্তৃত্ববাদী ভোটাধিকার হরণকারী সরকারের পদত্যাগ এক দফা দাবি। অবৈধ সরকারের বিলুপ্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পুনর্গঠন, গায়েবি মামলা প্রত্যাহার করে সকল রাজবন্দিকে মুক্তি দিতে হবে।