বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৬:৪৫ পূর্বাহ্ন
বিডিসিলেট ডটকম : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় হাওরে নৌকাডুবিতে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।বুধবার ভোর ৫ টার দিকে উপজেলার লম্বাকান্দির পশ্চিম হাওরে নৌকা ডুবে এ ঘটনা ঘটে। নিখোঁজ ফরিদ মিয়া (৪৩) কোম্পানীগঞ্জের পশ্চিম ইসলামপুর ইউনিয়নের লম্বাকান্দি গ্রামের মৃত সাহেব আলীর ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায়।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ভোরে লম্বাকান্দি গ্রাম থেকে চেলাগাঙে চুনাপাথর উত্তোলনের কাজের উদ্দেশে ৪০ জন শ্রমিক নৌকা নিয়ে বের হয়েছিলেন। লম্বাকান্দির পশ্চিম হাওরে যাওয়ার পথে ঢেউয়ের তোড়ে নৌকাটি ডুবে যায়। বাকিরা সাঁতরে উঠলেও ফরিদ মিয়াকে খুঁজে পাওয়া যায়নি।তাকে উদ্ধারে অভিযান চলছে বলেও জানান ওসি।